Logo Logo

পবিত্র কোরআনে হাত রেখে শপথ নিলেন জোহরান মামদানি


Splash Image

নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি গত ৩১ ডিসেম্বর পবিত্র কোরআন হাতে শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে তিনি মেয়রের দায়িত্ব পালন শুরু করেছেন।


বিজ্ঞাপন


বুধবার (৩১ ডিসেম্বর) নিউইয়র্ক সিটির ঐতিহ্যবাহী সিটি হল মিলনায়তন-এ আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন তিনি। শপথবাক্য পাঠ করান নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। এসময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী রামা দুয়াজি।

শপথ গ্রহণের ছবি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যায়—মঞ্চে মাইকের সামনে দাঁড়িয়ে আছেন মামদানি। ডানদিকে কোরআন হাতে দাঁড়িয়ে আছেন তার স্ত্রী রামা দুয়াজি, আর বাম দিকে শপথের লিখিত অনুলিপি হাতে নিয়েছেন লেটিশিয়া জেমস। শপথগ্রহণের সময় মামদানির ডান হাত স্পর্শ করেছে কোরআন।

মেয়র নির্বাচনে জয়ী হওয়ার পর ৫ নভেম্বর নিউইয়র্ক অঙ্গরাজ্যের প্রধান শহর নিউইয়র্ক সিটিতে তিনি বিজয়ী হন। এই নির্বাচনের মাধ্যমে শহরের ইতিহাসে দুটি নতুন অধ্যায় যোগ হলো—

১. মুসলিম প্রার্থী হিসেবে প্রথমবার নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি।

২. সবচেয়ে কম বয়সে (৩৪ বছর) মেয়র নির্বাচিত হওয়ায় ইতিহাস গড়লেন তিনি।

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতিতে, প্রেসিডেন্ট, মন্ত্রী বা মেয়র পদে নির্বাচিতরা শপথগ্রহণের সময় নিজ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হাতে রাখেন। এর আগে মেয়র নির্বাচিত ব্যক্তিরা সবাই ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী এবং শপথগ্রহণের সময় বাইবেল হাতে নিয়েছিলেন। তবে মুসলিম হওয়ার কারণে মামদানি শপথ অনুষ্ঠানে কোরআন হাতে রাখেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...