বিজ্ঞাপন
আদালতে নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাস এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক ডিভাইস ব্যবহারের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। তবে কাঠগড়ায় দাঁড়িয়ে মাদুরো দৃঢ়তার সঙ্গে বলেন, “আমি নির্দোষ, আমি কোনো অপরাধ করিনি। আমি একজন ভদ্র মানুষ এবং এখনো আমার দেশের বৈধ প্রেসিডেন্ট।”
গত শনিবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিশেষ শাখা ‘ডেল্টা ফোর্স’ এক অভিযানে মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে। বর্তমানে তারা মার্কিন হেফাজতে রয়েছেন।
মাদুরোর পর তার স্ত্রীকেও আদালতের পোডিয়ামে হাজির করা হয়। তিনিও বিচারকের সামনে নিজেকে নির্দোষ বলে দাবি করেন। শুনানিকালে আদালতের ভেতরে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে উপস্থিত একজন কান্নায় ভেঙে পড়লে বিচারক তাকে আদালত কক্ষ থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন।
বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, শুনানি চলাকালীন আদালতের ভেতরে একজন স্প্যানিশ ভাষায় চিৎকার করে মাদুরোকে উদ্দেশ্য করে বলেন, “আপনি যা করেছেন তার জন্য আপনাকে মূল্য দিতে হবে।” জবাবে মাদুরো স্প্যানিশ ভাষায় পাল্টা চিৎকার করে বলেন, “আমি একজন অপহৃত প্রেসিডেন্ট, আমি একজন যুদ্ধবন্দি।”
মাদুরোর পক্ষে নিযুক্ত আইনজীবী আদালতকে জানিয়েছেন, তার মক্কেল আপাতত জামিনের আবেদন করছেন না, তবে ভবিষ্যতে তারা জামিন চাইবেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আগামী ১৭ মার্চ মামলার পরবর্তী দিন ধার্য করেছেন। শুনানি শেষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মাদুরোকে আদালত কক্ষ থেকে সরিয়ে নেওয়া হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...