বিজ্ঞাপন
স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে প্রথমে ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর কিছুক্ষণ পরই ৫.১ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে আক্রান্ত অঞ্চল। এরপর কয়েক দফায় ছোট ছোট আফটার শকও অনুভূত হয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, একাধিক ভূমিকম্প সংঘটিত হলেও সুনামির কোনো আশঙ্কা নেই। তবে আগামী কয়েকদিন, বিশেষ করে সামনে দুই থেকে তিনদিন ৫ মাত্রার বেশি শক্তিশালী ভূমিকম্প হওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি।
এছাড়া যেসব এলাকায় ভূমিকম্পের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে, সেখানে ভূমিধস ও পাহাড় থেকে পাথর খসে পড়ার আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।
আজকের ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একই সঙ্গে দুটি আঞ্চলিক বিদ্যুৎ কোম্পানি জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায়ও তারা এখন পর্যন্ত কোনো অস্বাভাবিকতা শনাক্ত করতে পারেনি।
তবে ভূমিকম্পের প্রভাবে বুলেট ট্রেন চলাচলে সাময়িকভাবে কিছুটা বিঘ্ন ঘটে। এছাড়া বিভিন্ন ভবনে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ভূমিকম্পের কম্পনের দৃশ্য ধারণ হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...