Logo Logo

কনকনে শীতে মাটির চুলায় জয়া আহসান


Splash Image

ছবি : সংগৃহিত

পৌষের হাড়কাঁপানো শীতের সকালে গ্রামবাংলার পরিবেশে সময় কাটাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, পরনে মোটা জ্যাকেট, মাথায় টুপি আর পায়ে মোজা- শীতের সব রকম প্রস্তুতি নিয়েও ঠান্ডায় কাঁপছেন তিনি। বাঁচার উপায় হিসেবে বেছে নিয়েছেন বাড়ির মাটির চুলা।


বিজ্ঞাপন


গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা সেই ভিডিওতে জয়া বলেন, শীতের সকালে গ্রামীণ পরিবেশে মাটির চুলায় মুরগির মাংস রান্না করছি। তবে এই রান্না আমার নিজের জন্য নয়, বরং পোষা কুকুর ছানাদের খাবার হিসেবে। হালকা মশলা দিয়ে মুরগির মাংস রান্না করছি।

রান্না প্রসঙ্গে নিজের সীমাবদ্ধতার কথাও অকপটে স্বীকার করেন জয়া। ভিডিওতে এই অভিনেত্রী বলেন, ‘আমি আসলে রান্না করতে পারি না। তবে এই বাচ্চাদের (কুকুর) জন্য আমাকেই রান্না করতে হয়।’

একইসঙ্গে একটু মজার স্থলে তিনি যোগ করেন, ‘আপনারা আবার প্রত্যাশা করবেন না যে, আমি অনেক রান্না পারি। আমি তেমন রান্না পারি না।’

তার কথায়, ‘তাই শীতকালে মাটির চুলাতেই রান্না করছি। চারিদিকে এত ঠান্ডা আর কোথাও বসতে পারছি না। খালি এই রান্নাঘরেই বসছি। কী যে আরাম এই মাটির চুলাতে। অনেক মজার হয় খেতে।’

ভিডিওতে তিনি আরও জানান, গ্রামের শীত উদযাপন খুব উপভোগ করছেন অভিনেত্রী। আজ মাটির চুলায় লাকড়ি দিয়ে নানারকম মুখরোচক রেসিপি রান্না করা হবে। সেখানে থাকবে গরুর মাংস। তবে জয়া গরুর মাংস খান না স্বাস্থ্য সচেতনতার জন্য। তিনি কেবল মাংসের তরকারির ঝুল খেতে পছন্দ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...