Logo Logo

আবারও সংসার ভাঙছে তাহসানের


Splash Image

ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই এই তারকা দম্পতির বিচ্ছেদের বিষয়টি সামনে এসেছে। বিষয়টি তাহসান খান নিজেই নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


দীর্ঘদিন ধরে গুঞ্জন চললেও এবার আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের কথা স্বীকার করেন তাহসান। তিনি জানান, গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই তারা আলাদা থাকছেন। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে না চাইলেও সাম্প্রতিক পরিস্থিতির কারণে সত্যটি জানাতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি।

এ প্রসঙ্গে তাহসান বলেন, “খবরটি সত্য। আমরা এখন আর একসঙ্গে নেই। সঠিক সময় এলে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।”

জানা গেছে, সম্প্রতি বিবাহবার্ষিকী ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া ও বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়ায় বিষয়টি স্পষ্ট করার সিদ্ধান্ত নেন এই শিল্পী।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। রোজা আহমেদ একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট, যিনি প্রায় এক দশক ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পেশাগতভাবে কাজ করে আসছেন। নিউইয়র্কে তার নিজস্ব একটি প্রতিষ্ঠানও রয়েছে।

বিয়ের পর তাদের দাম্পত্য জীবন সুখের বলেই ধারণা করা হচ্ছিল। তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং শেষ পর্যন্ত আলাদা থাকার সিদ্ধান্তে পৌঁছান তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...