বিজ্ঞাপন
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে পিরোজপুর প্রেসক্লাবের সভাকক্ষে এই শুভেচ্ছা প্রদান ও পরবর্তী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং ক্লাব সদস্য অধ্যক্ষ সোহরাব হোসেন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ ও নির্বাহী সদস্য মাহমুদ হোসেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. ইমরান খান ও জেলা সেক্রেটারি মিজানুর রহমান।
মতবিনিময় সভায় জামায়াত নেতারা বলেন, "দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতীক্ষায় রয়েছে। আমরা চাই পিরোজপুরের তিনটি আসনেই যেন স্বচ্ছ নির্বাচন নিশ্চিত হয়। সমাজের নানা ত্রুটি ও ফ্যাসিবাদের অবশেষ দূর করতে সংবাদকর্মীদের লেখনী অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
তারা আরও উল্লেখ করেন যে, পিরোজপুরের অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি এবং সন্ত্রাসীরা যে দলেরই হোক, তারা সমাজের জন্য ক্ষতিকর। প্রশাসনকে এ বিষয়ে সজাগ করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তারা বলেন, "আমরা নতুন বাংলাদেশে নতুনভাবে বাঁচতে চাই, যেখানে ফ্যাসিবাদের কোনো স্থান থাকবে না।"
প্রেসক্লাব নেতৃবৃন্দ জামায়াত প্রতিনিধিদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, "আমরা চাই আপনারা জনগণের কল্যাণের জন্য রাজনীতি করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু হয় এবং জনগণের স্বার্থ সংরক্ষিত হয়, সে লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করব।" বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষায় জামায়াতে ইসলামীকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান সাংবাদিক নেতারা।
সভার শেষে পিরোজপুর প্রেসক্লাবের পক্ষ থেকে জামায়াত নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...