Logo Logo

শেরপুরে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ দুই মাদক কারবারি আটক


Splash Image

বগুড়ার শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে একটি মিনি কাভার্ডভ্যান তল্লাশি করে ৬০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ধুনট মোড় এলাকায় এ অভিযান চালিয়ে নিষিদ্ধ এ ফেনসিডিল উদ্ধার হয়।


বিজ্ঞাপন


আটককৃতরা হলেন গাজীপুর সদর থানার বারারুল গ্রামের মৃত জামাল খানের ছেলে চালক শরীফ খান (৩৩), চাঁদপুর জেলার মতলব থানার জহিরাবাজ গ্রামের কামাল হোসেনের ছেলে হেলপার আমির হোসেন (২৫)। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরিনের তত্ত্বাবধানে এবং শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহিম আলীর নেতৃত্বে পুলিশ ধুনট মোড় এলাকায় অবস্থান নেয়।

এ সময় সন্দেহভাজন একটি মিনি কাভার্ডভ্যান (ঢাকা-মেট্রো-ন-১৭-৪৯০৩) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়িটির ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক বহনের অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকেই ড্রাইভার শরীফ ও হেলপার আমির হোসেনকে গ্রেপ্তার করেছে। মাদকদ্রব্যসহ ব্যবহৃত মিনি কাভার্ডভ্যানটি জব্দ করেছে পুলিশ । এ ঘটনায় এসআই বিকাশ চন্দ্র বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহিম আলী জানান, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে পুলিশের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...