বিজ্ঞাপন
সোমবার (১৯ জানুয়ারি) পে কমিশনের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বৈশাখী ভাতা বর্তমানের মূল বেতনের ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার সুপারিশ করা হচ্ছে। আগামী বুধবার (২১ জানুয়ারি) এই সংক্রান্ত চূড়ান্ত সুপারিশমালা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে।
পে কমিশনের এক সদস্য গণমাধ্যমকে জানান, জীবনযাত্রার মান উন্নয়ন ও উৎসব উদযাপনে আর্থিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বৈশাখী ভাতা বৃদ্ধির বিষয়টি কমিশনের সুপারিশে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে তিনি এটিও স্পষ্ট করেছেন যে, দুই ঈদ উপলক্ষে প্রচলিত বোনাসের নিয়মে আপাতত কোনো পরিবর্তন আনা হচ্ছে না; অর্থাৎ ঈদ বোনাস আগের হারেই বহাল থাকবে।
উল্লেখ্য, ২০১৫ সালে অষ্টম পে স্কেল চালুর সময় প্রথমবারের মতো সরকারি চাকুরেদের জন্য মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা প্রবর্তন করা হয়েছিল। দীর্ঘ ১০ বছর পর নবম পে স্কেলের মাধ্যমে এই ভাতার হার ৫০ শতাংশে উন্নীত করার প্রস্তাব সরকারি সেবা খাতের কর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...