বিজ্ঞাপন
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজবাড়ী শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দান থেকে শুরু হওয়া এ বর্ণাঢ্য র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য ও সম্প্রচার এবং পানিসম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
র্যালীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার এবং পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।
র্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কোটা সংস্কার আন্দোলন ছিল দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের একটি স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ, যা পরবর্তীতে গণ-অভ্যুত্থানে রূপ নেয়। তিনি বলেন, সেই আন্দোলনের মূল লক্ষ্য ছিল রাষ্ট্র ও সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা।
তিনি আরও বলেন, গণভোটে অংশগ্রহণের মাধ্যমে দেশকে ইতিবাচকভাবে পরিবর্তনের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা সৎ ও দায়িত্বশীলভাবে কাজে লাগাতে হবে। সংস্কারের পক্ষে, পরিবর্তনের পক্ষে এবং জুলাই শহীদদের প্রতি সম্মান জানিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
র্যালীতে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ ভোটাররা অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে গণভোটের গুরুত্ব তুলে ধরা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...