Logo Logo

রাজবাড়ীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন


Splash Image

রাজবাড়ীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ আসনের প্রার্থীদের মধ্যে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুলতানা আক্তার দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রতীক তুলে দেন।


বিজ্ঞাপন


রাজবাড়ী-১ আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি মনোনীত প্রার্থী আলি নেওয়াজ মাহমুদ খৈয়াম পেয়েছেন ধানের শীষ প্রতীক। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম পেয়েছেন দাঁড়িপাল্লা, জাতীয় পার্টির খন্দকার হাবিবুর রহমান বাচ্চু পেয়েছেন লাঙ্গল এবং জাকের পার্টির মোহাম্মদ আলী বিশ্বাস পেয়েছেন গোলাপ ফুল প্রতীক।

অন্যদিকে রাজবাড়ী-২ আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। বিএনপি মনোনীত প্রার্থী হারুন-অর-রশিদ পেয়েছেন ধানের শীষ প্রতীক। এনসিপির জামিল হিজাজী পেয়েছেন শাপলা কলি, স্বতন্ত্র প্রার্থী মো. নাসিরুল হক সাবু পেয়েছেন কলস, জাতীয় পার্টির মো. সফিউল আজম খান পেয়েছেন লাঙ্গল, গণঅধিকার পরিষদের জাহিদ শেখ পেয়েছেন ট্রাক, ইসলামী আন্দোলনের হাফেজ আব্দুল মালেক পেয়েছেন হাতপাখা এবং সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আব্দুল মালেক মন্ডল পেয়েছেন ছড়ি প্রতীক।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...