বিজ্ঞাপন
রবিবার (২৫ জানুয়ারি) ক্যাম্পাসজুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পিঠা উৎসবসহ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
যবিপ্রবির এই বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যকার শিক্ষা ও গবেষণা সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
সকাল ১০টায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করেন। এরপর আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
ক্যাম্পাসজুড়ে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, পোস্টার প্রেজেন্টেশন, ‘জুলাই কর্নার’ উদ্বোধন এবং দেশীয় লোকসঙ্গীত পরিবেশনা। তবে দিনব্যাপী এসব আয়োজনের মধ্যে অন্যতম প্রধান আকর্ষণ ছিল মনোজ্ঞ ‘পিঠা উৎসব’, যা শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বর্তমানে ৮টি অনুষদের অধীনে ২৭টি বিভাগে মোট ৬ হাজার ২১৩ জন শিক্ষার্থী যবিপ্রবিতে অধ্যয়ন করছেন। দক্ষ জনশক্তি ও বিজ্ঞানমনস্ক জাতি গঠনে প্রতিষ্ঠানটি দুই দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
যবিপ্রবির এই ২০ বছরের পথচলাকে স্মরণীয় করে রাখতে বর্ণিল সাজে সাজানো হয়েছিল পুরো ক্যাম্পাস, যা শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...