বিজ্ঞাপন
শনিবার (২৪ জানুয়ারি) একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা ও নৈতিক উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে বার্ষিক পরীক্ষায় শীর্ষ তিন স্থান অধিকারী শিক্ষার্থী এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
একাডেমির সভাপতি প্রকৌশলী মো. আবদুল হালিম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
তিনি বলেন, “কুরআনভিত্তিক শিক্ষা জাতির নৈতিক চরিত্র গঠনে অপরিহার্য। দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এই একাডেমির শিক্ষা ব্যবস্থা অত্যন্ত সময়োপযোগী।” তিনি ভবিষ্যতে একাডেমির উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশনের (ন্যাপ) মহাপরিচালক ফরিদ আহমদ। এছাড়া অনুষ্ঠানে শিক্ষাবিদ, আলেম-ওলামা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে একাডেমির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম তুলে ধরেন এবং অভিভাবকদের সুবিধার্থে একটি স্থায়ী বসার ছাউনি নির্মাণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে প্রকৌশলী মো. আবদুল হালিম সরদার বলেন, প্রতিষ্ঠানের লক্ষ্য কেবল কুরআন হিফজ করানো নয়, বরং সমাজ ও জাতির কল্যাণে আদর্শ মানুষ তৈরি করা।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবকদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর রাজনৈতিক শোক আবহ থাকলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...