বিজ্ঞাপন
রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজবাড়ী পৌরসভার ১নং ওয়ার্ডের ধুঞ্চীগ্রামে আয়োজিত এ সমাবেশে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম বলেন, “যারা রাজনীতিকে পেশা হিসেবে বেছে নেয়, ক্ষমতায় গিয়ে দুর্নীতির মাধ্যমে টিকে থাকতে চায় এবং আত্মীয়স্বজনকে প্রতিষ্ঠিত করে—এমন দুর্নীতিগ্রস্ত নেতৃত্বকে আপনারা কি আবার বেছে নেবেন, সেটা জনগণকেই বিবেচনা করতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা একটি মানবিক, কল্যাণ রাষ্ট্র, শোষণমুক্ত ও ন্যায়-ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। দেশ ও জনগণের কল্যাণেই আমাদের রাজনীতি।”
নূরুল ইসলাম ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, আগামী ১২ তারিখ শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর আক্তারুজ্জামান। এছাড়া জেলা নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, ভারপ্রাপ্ত সদর আমীর সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন, রাজবাড়ী পৌর আমীর ডা. হাফিজুর রহমান, পৌর যুব বিভাগের সভাপতি রাজু আহমেদ এবং রাজবাড়ী পৌর ১নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা শান্তিপূর্ণ নির্বাচন, ভোটার উপস্থিতি বৃদ্ধি এবং নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...