Logo Logo

চাটখিলে আটক যুবদল নেতাকে নির্দোষ দাবি করে বিএনপির সংবাদ সম্মেলন


Splash Image

নোয়াখালীর চাটখিলে যৌথ বাহিনীর অভিযানে আটক যুবদল নেতা আরশাদ উল্যা নাঈমকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করেছে চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলো।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল পাঁচটায় চাটখিল উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সদস্যসচিব আহসানুল হক মাসুদ, পৌরসভা বিএনপির সদস্য দেওয়ান শামসুল আরেফিন শামিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া, ইমাম হোসেন টিপু, আনিস আহমেদ হানিফ, মিজানুর রহমান, পারভেজ মোজহারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, তিন দিন আগে চাটখিল পৌরসভার হাজী বাড়ি এলাকায় বোরকা পরিহিত কয়েকজন নারী ভোটার আইডি কার্ডের তথ্য সংগ্রহ করছিলেন। এ সময় যুবদল কর্মী আরশাদ উল্যা নাঈমসহ কয়েকজন তাদের বাধা দিলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরদিন নাঈম একটি মিছিলে অংশ নিতে বের হলে তার নতুন ভাড়া বাসায় তিনজন বোরকা পরিহিত নারী সন্দেহজনকভাবে প্রবেশ করেন বলে দাবি করা হয়।

বিএনপি নেতাদের ভাষ্য অনুযায়ী, ওই রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে প্রশাসন নাঈমের বাসায় তল্লাশি চালিয়ে বাথরুমের ভেন্টিলেটরের কার্নিশ থেকে দুইটি গুলি উদ্ধারের কথা জানিয়ে তাকে আটক করে। তবে এটি একটি পূর্বপরিকল্পিত ঘটনা বলে তারা অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, তফসিল ঘোষণার পূর্বে রামনারায়নপুর ইউনিয়নের যুবদল সভাপতি জাহিদুল ইসলাম রুবেলের বাড়ির বারান্দায় পুরোনো অস্ত্র রেখে তাকে আটক করার ঘটনাও নির্বাচন ও প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা ছিল।

এছাড়া গত ২৫ জানুয়ারি রাতে পরকোট ইউনিয়নের বিএনপি নেতা হুমায়ন কবিরের নতুন ঘরে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি নেতারা।

বক্তারা বলেন, বিগত ১৭ বছর ধরে তাদের নেতাকর্মীরা গুম, খুন, মিথ্যা মামলা ও কারাবরণের শিকার হয়েছেন। অন্তর্বর্তী সরকারের সময়েও যদি এ ধরনের হয়রানি অব্যাহত থাকে, তাহলে জনমনে ক্ষোভ সৃষ্টি হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, যেকোনো অভিযোগের ক্ষেত্রে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বিএনপি আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।

প্রতিবেদক- মোঃ হাসান, চাটখিল, নোয়াখালী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...