Logo Logo

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সংসদে শোকপ্রস্তাব


Splash Image

সম্প্রতি প্রয়াত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মরণোত্তর শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের পার্লামেন্ট। আজ বুধবার (২৮ জানুয়ারি) বাজেট অধিবেশনের প্রথম দিনে ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষ— লোকসভা ও রাজ্যসভায় তাঁর প্রতি এই বিশেষ শ্রদ্ধা জানানো হবে।


বিজ্ঞাপন


ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের সংসদীয় নিয়ম অনুযায়ী আজ বাজেট অধিবেশন শুরুর প্রথম দিনে উভয় কক্ষের সদস্যদের একটি যৌথ অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনে ভাষণ দেবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই অধিবেশনেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারতের সাবেক সংসদ সদস্য এল গনেশন এবং সংসদ সদস্য সুরেশ কালমাদির স্মৃতির প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানানো হবে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিশেষ কূটনৈতিক গুরুত্ব প্রদান করা হয়েছে। তাঁর প্রয়াণের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রাহ্মনিয়াম জয়শঙ্কর বিশেষ সফরে ঢাকায় এসেছিলেন। তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পাঠানো আনুষ্ঠানিক লিখিত শোকবার্তা বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যেমন শোকের ছায়া নেমে আসে, তেমনি প্রতিবেশী দেশ হিসেবে ভারতও রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শন করছে।

আজ শুরু হওয়া ভারতের এই বাজেট অধিবেশন আগামী ২ এপ্রিল পর্যন্ত চলবে। মোট ৬৫ দিনের এই দীর্ঘ অধিবেশনে উভয় কক্ষে ৩০টি অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথম দিনের অধিবেশনেই আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানোর বিষয়টি দুই দেশের পারস্পরিক শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...