Logo Logo

বিলাইছড়িতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেনাজোন কমান্ডারের মতবিনিময়


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিলাইছড়ি সেনাজোনের জোন কমান্ডার (৩২ বীর) লেঃ কর্নেল কাজী শাহীন কবির, পিএসসি। বুধবার (২৮ জানুয়ারি) সকালে জোন সদর দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


মতবিনিময় সভায় জোন কমান্ডার লেঃ কর্নেল কাজী শাহীন কবির উপজেলার বর্তমান সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা বিষয়ে সাংবাদিকদের কাছ থেকে তথ্য ও মতামত গ্রহণ করেন।

তিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনীর মূল দায়িত্ব হচ্ছে দেশের জননিরাপত্তা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখা এবং সরকারের প্রতিষ্ঠানগুলোকে সচল বা ফাংশনাল হতে সহায়তা করা। তবে বিশেষ পরিস্থিতিতে জনগণের মঙ্গলের কথা চিন্তা করে আমাদের নির্ধারিত পরিধির বাইরেও কিছু বাড়তি সেবামূলক কাজ করতে হয়।”

তিনি নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে গণমাধ্যমকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে জোন কমান্ডার আরও বলেন, বিলাইছড়ির মতো দুর্গম অঞ্চলের বিভিন্ন অনিয়ম ও জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলো লেখনীর মাধ্যমে তুলে ধরলে সেনাবাহিনী ও প্রশাসন দ্রুত পদক্ষেপ নিতে পারে। উপজেলার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যের মানোন্নয়নে সাংবাদিকদের একযোগে কাজ করার অনুরোধ জানান তিনি।

উন্মুক্ত আলোচনায় বিলাইছড়ি উপজেলার গণমাধ্যমকর্মীরা স্থানীয় যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা, দুর্গম পাহাড়ে শিক্ষা ও স্বাস্থ্য সেবার সংকট এবং বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির নানা দিক তুলে ধরেন। জোন কমান্ডার ধৈর্য সহকারে সবার মতামত শোনেন এবং বিদ্যমান সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর একেএম রিয়াজুল আহসান পিএসসি, কোয়ার্টার মাস্টার ক্যাপ্টেন মোঃ রিয়াসাত বিন ফেরদৌস, আরএমও ক্যাপ্টেন তাহনিফ রিহাত প্রমুখ।

গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন পুষ্প মোহন চাকমা, সুজন কুমার তঞ্চঙ্গ্যা, অসীম চাকমা, মনু মার্মা, আলী আজগর, মোজাফ্ফার আহমেদ ও প্রণয় জ্যোতি দেওয়ান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...