Logo Logo

রাজবাড়ীর কালুখালীতে নির্বাচন ও গণভোট উপলক্ষে কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজবাড়ীর কালুখালীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (৩১ জানুয়ারি) কালুখালীর রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।

নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষ করে তোলার লক্ষ্যে আয়োজিত এই প্রশিক্ষণে কালুখালী উপজেলার সকল প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারগণ অংশগ্রহণ করেন। কর্মশালায় নির্বাচনের দিন ভোটগ্রহণ প্রক্রিয়ার খুঁটিনাটি এবং গণভোটের আইনি দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সুলতানা আক্তার। তিনি প্রশিক্ষণার্থীদের নির্বাচনকালীন দায়িত্ব, কর্তব্য এবং পালনীয় ও বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইন অনুযায়ী নিজ নিজ দায়িত্ব পালনে আপসহীন ও সচেতন থাকতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনী আইন ও নিরাপত্তা নিশ্চিতকরণে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ (বিপিএম-সেবা), জেলা নির্বাচন অফিসার শেখ মোহাম্মদ আব্দুল জালাল, কালুখালীর সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ এবং কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোশারফ হোসেনসহ অন্যান্য আমন্ত্রিত ব্যক্তিবর্গ।

প্রশিক্ষণ শেষে কর্মকর্তারা একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...