Logo Logo

৭০ বছরের লিভ-ইনের পর বিয়ের পিঁড়িতে ৯৫ বছর বয়সের বর ৯০ বছরের কনে


Splash Image

ছবি : সংগৃহীত।

সাত দশক একসঙ্গে কাটিয়ে অবশেষে জীবনের শেষ প্রান্তে এসে গাঁটছড়া বাঁধলেন ভারতের রাজস্থানের এক বৃদ্ধ যুগল। ৯৫ বছর বয়সী বর রামাভাই খারারি ও ৯০ বছর বয়সী কনে জিওয়ালি দেবী দীর্ঘ ৭০ বছর ধরে একসঙ্গে বসবাস করলেও এতদিন আনুষ্ঠানিকভাবে বিয়ে করেননি।


বিজ্ঞাপন


এই দম্পতির রয়েছে আট সন্তান, যাদের অনেকেই পঞ্চাশ পেরিয়েছেন। এমনকি, তাদের নাতি-নাতনিদেরও অনেকেরই বিয়ে হয়ে গেছে।

দীর্ঘ এই একত্রবাসের সম্পর্ক অবশেষে পূর্ণতা পেল সম্প্রতি। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ডুঙারপুর জেলার ওই বৃদ্ধ দম্পতির বিয়ে ঘিরে আয়োজন করা হয় উৎসবমুখর অনুষ্ঠান। বাজানো হয় ঢাকঢোল, বাড়ি সাজানো হয় রঙিন আলো ও ফুলে। ডিজে মিউজিক থেকে শুরু করে গায়ে হলুদ, বিয়ের সাতপাক—সব কিছুই ছিল পুরোদমে।

নবদম্পতির ছেলে কান্তিলাল খারারি জানান, “বাবা-মা যখন বিয়ের ইচ্ছা প্রকাশ করলেন, তখন আমরা কেউই আপত্তি করিনি। তাদের খুশিই আমাদের কাছে সবচেয়ে বড় বিষয়। গ্রামের সবাই এসে অংশ নিয়েছে এই আনন্দঘন আয়োজনে।”

বয়সের ভারে নুয়ে পড়া শরীর হয়তো চলার গতি কমিয়েছে, কিন্তু ভালবাসার উষ্ণতায় বিন্দুমাত্র ঘাটতি নেই। এই বিয়ে যেন জীবনের শেষ অধ্যায়ে এসে এক নতুন গল্প রচনা করল, যেখানে ভালবাসার কোনও সময়সীমা নেই।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...