ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
এই দম্পতির রয়েছে আট সন্তান, যাদের অনেকেই পঞ্চাশ পেরিয়েছেন। এমনকি, তাদের নাতি-নাতনিদেরও অনেকেরই বিয়ে হয়ে গেছে।
দীর্ঘ এই একত্রবাসের সম্পর্ক অবশেষে পূর্ণতা পেল সম্প্রতি। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ডুঙারপুর জেলার ওই বৃদ্ধ দম্পতির বিয়ে ঘিরে আয়োজন করা হয় উৎসবমুখর অনুষ্ঠান। বাজানো হয় ঢাকঢোল, বাড়ি সাজানো হয় রঙিন আলো ও ফুলে। ডিজে মিউজিক থেকে শুরু করে গায়ে হলুদ, বিয়ের সাতপাক—সব কিছুই ছিল পুরোদমে।
নবদম্পতির ছেলে কান্তিলাল খারারি জানান, “বাবা-মা যখন বিয়ের ইচ্ছা প্রকাশ করলেন, তখন আমরা কেউই আপত্তি করিনি। তাদের খুশিই আমাদের কাছে সবচেয়ে বড় বিষয়। গ্রামের সবাই এসে অংশ নিয়েছে এই আনন্দঘন আয়োজনে।”
বয়সের ভারে নুয়ে পড়া শরীর হয়তো চলার গতি কমিয়েছে, কিন্তু ভালবাসার উষ্ণতায় বিন্দুমাত্র ঘাটতি নেই। এই বিয়ে যেন জীবনের শেষ অধ্যায়ে এসে এক নতুন গল্প রচনা করল, যেখানে ভালবাসার কোনও সময়সীমা নেই।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...