Logo Logo

মাত্র ১০০ টাকায় যত খুশি তত আইসক্রিম !


Splash Image

গ্রাফিক্স : এআই।

সামার সিজনের তীব্র তাপদাহে এক ঝলক ঠান্ডা স্বস্তি নিয়ে আসছে দেশের অন্যতম জনপ্রিয় সুপারশপ চেইন ‘স্বপ্ন’।


বিজ্ঞাপন


‘স্বপ্ন আনলিমিটেড আইসক্রিম চ্যালেঞ্জ’ শিরোনামে তারা আয়োজন করছে এক ব্যতিক্রমধর্মী ও আকর্ষণীয় ক্যাম্পেইন, যেখানে মাত্র ১০০ টাকায় ৩ মিনিটের জন্য অংশগ্রহণকারীরা যত খুশি তত আইসক্রিম খেতে পারবেন।

এই ব্যতিক্রমী চ্যালেঞ্জ অনুষ্ঠিত হবে আগামী ২০ জুলাই ২০২৫, দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, সারা দেশের সকল স্বপ্ন আউটলেটে একযোগে।

চ্যালেঞ্জে অংশ নিতে ইচ্ছুক ক্রেতাদের জন্য বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, শুধু Savoy, Igloo এবং Polar ব্র্যান্ডের সিঙ্গল সার্ভ আইসক্রিম এই ক্যাম্পেইনের আওতায় থাকবে। ফ্যামিলি প্যাক, লিটার প্যাক কিংবা আইসক্রিম কেক চ্যালেঞ্জে অন্তর্ভুক্ত নয়।

স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, এই আয়োজনে অংশগ্রহণ সম্পূর্ণ স্বেচ্ছাধীন এবং স্বাস্থ্যগত ঝুঁকি সম্পর্কে সচেতন থাকাই শ্রেয়। চিকিৎসা বা পুষ্টি-সংক্রান্ত কোনও দায়ভার স্বপ্ন কর্তৃপক্ষ বহন করবে না বলেও এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অংশগ্রহণকারীদের নিজ দায়িত্বে স্বাস্থ্যগত বিষয় বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, ক্যাম্পেইনের নিয়মাবলী যেকোনো সময় পরিবর্তনের অধিকার স্বপ্ন কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

উৎসবমুখর এই আয়োজনে বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের নিয়ে অংশ নিতে আগ্রহীদের ট্যাগ, শেয়ার ও স্বশরীরে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

এই গরমে এক স্কুপ নয়, যত খুশি তত স্কুপ—স্বপ্ন আনছে মজার আর ঠান্ডা এক চ্যালেঞ্জ!

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...