Logo Logo
আইন-আদালত

জুলাই গণহত্যা : ট্রাইব্যুনালে হাজির সাবেক মন্ত্রী-আমলাসহ ৩৯ আসামি


Splash Image

জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ড ও গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা পৃথক সাত মামলায় শেখ হাসিনার সাবেক সরকারের ৩৯ জন শীর্ষ ব্যক্তি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন।


বিজ্ঞাপন


এদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, প্রধানমন্ত্রীর তৎকালীন বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, এবং প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার (২০ জুলাই) কঠোর নিরাপত্তার মধ্যে তাদেরকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি গ্রহণ করেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ।

এর আগে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল এই ৩৯ জনসহ মোট ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত কাজ শেষ করতে নির্দেশ দিয়েছিল। তখন আনিসুল হক, সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলকসহ ১৬ জনকে প্রথম দফায় ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এছাড়াও অভিযুক্তদের তালিকায় রয়েছেন:

ফারুক খান, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, কামরুল ইসলাম, সাবেক বিদ্যুৎ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, এবং সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম।

এদের বেশ কয়েকজন গত বছর ভারত হয়ে পালিয়ে যান বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত বছরের ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি যুগান্তকারী নির্দেশনায় শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত দুই মাসের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেয়।

মূলত ২০২৫ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশজুড়ে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি ও গণহত্যার অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন সরকার আন্দোলন দমন করতে নির্বিচারে হত্যা চালায়। আন্দোলন দমনে গুলি চালনার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে শেখ হাসিনাসহ উক্ত অভিযুক্তদের বিরুদ্ধে বিচার চলছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার বিপ্লবের মধ্যে ২০২৫ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। এরপর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যা ক্ষমতায় এসেই জুলাই-আগস্ট গণহত্যার বিচার কার্যক্রম শুরু করে।

আরও পড়ুন

ভারতের বরাদ্দ কমিয়ে বাংলাদেশকে দিতে বললেন ইংলিশ তারকা
ভারতের বরাদ্দ কমিয়ে বাংলাদেশকে দিতে বললেন ইংলিশ তারকা
শিখে নিন দুপুরের জন্য তিনটি জনপ্রিয় মাছের রেসিপি
শিখে নিন দুপুরের জন্য তিনটি জনপ্রিয় মাছের রেসিপি