Logo Logo

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কমিশন গঠন


Splash Image

জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন একটি বেতন কমিশন গঠন করেছে সরকার। বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ এ সিদ্ধান্ত অনুমোদন করে।


বিজ্ঞাপন


প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে জানানো হয়, প্রাক্তন অর্থ সচিব জাকির আহমেদ খানকে বেতন কমিশনের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, নতুন এই কমিশন আগামী ছয় মাসের মধ্যে তাদের সুপারিশমালা প্রস্তুত করে সরকারের কাছে জমা দেবে।

সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পুনর্বিন্যাস ও আর্থিক সুরক্ষা নিশ্চিতে কমিশনটি কাজ করবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...