বিজ্ঞাপন
২৬ জুলাই ২০২৫, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার ফলে ৮০ বছরের বৃদ্ধা আছিয়া বেগম নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল আছিয়া বেগমের ছেলে আব্দুল জলিল ও তার চাচাতো ভাই মতিয়ার রহমান গংদের মধ্যে। ৭৪ শতাংশ জমির মধ্যে ১০ শতাংশ জমিতে জলিলরা বসবাস করলেও বাকি জমির দখলে রয়েছে মতিয়ার গংরা। সম্প্রতি আদালত এই জমির বিরোধে মতিয়ার গংদের পক্ষে রায় দেয়।
এ নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার জন্য বৈঠক হলেও মতিয়ার গংরা জলিলের বসতির ১০ শতাংশ জমি ছেড়ে দিতে রাজি ছিলেন না। শনিবার সকালে, মতিয়ার গংরা তাদের দখলীয় জমিতে হালচাষ শুরু করলে জলিলের লোকজন বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও পরে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষ চলাকালে জলিলকে রক্ষা করতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলেই নিহত হন আছিয়া বেগম। সংঘর্ষে আরও ৩ জন আহত হয়েছেন, যাদেরকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মতিয়ার গংদের ছোট ভাই রেজাউল ইসলামের স্ত্রীকে আটক করে।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর জানান, "পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে একজন নারীকে আটক করা হয়েছে। নিহত আছিয়া বেগমের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।"
-জিল্লুর রহমান লালমনিরহাট জেলা প্রতিনিধি
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...