Logo Logo

ফরিদপুরের রাজনীতিতে বর্ষীয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার গাজী সালাহ উদ্দীন (ভিপি জং-গী)’র পথ চলা


Splash Image

ফাইল ছবি : ইঞ্জি. গাজী সালাহ উদ্দীন (ভিপি জং-গী)


বিজ্ঞাপন


কে এই বর্ষীয়ান রাজনীতিবিদ ইঞ্জি. গাজী সালাহ উদ্দীন (ভিপি জং-গী) ?

ইঞ্জিনিয়ার গাজী সালাহ উদ্দীন (ভিপি জং-গী) একজন সফল আবাসন ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক। তিনি ফরিদপুর শহরের কমলাপুরস্থ তেঁতুলতলার ‘শরীফ মঞ্জিলে’ এক সম্ভ্রান্ত, মুসলিম বিত্তশালী পরিবারে জন্মগ্রহণ করেন। ব্রিটিশ আমল থেকে ফরিদপুর জেলা শহরে তাদের পরিবার ছিল ঐতিহ্যবাহী বনেদী পরিবারগুলোর মধ্যে অন্যতম। পিতা মো. শাখাওয়াত হোসেন ছিলেন জেলার খ্যাতিমান ক্রীড়াবিদ ও সমাজসেবক। পিতামহ (দাদা) খান সাহেব দলিল উদ্দিন আহম্মদ ব্রিটিশ সরকারের একজন ডিস্ট্রিক্ট স্কুল ইন্সপেক্টর ছিলেন। আজও তাদের পরিবার শিক্ষা, ক্রীড়া ও সমাজসেবার ঐতিহ্যে সমৃদ্ধ।

ইঞ্জিনিয়ার গাজী সালাহ উদ্দীন (ভিপি জং-গী)’র রাজনীতিতে পথ চলাঃ

গাজী সালাহ উদ্দীন (ভিপি জং-গী) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহবানে তাঁর সততা, নীতি-আদর্শ, সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদবিরোধী ও বহুদলীয় গণতন্ত্রের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ১৯৭৯ সালে বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দেন। ভিপি জংগী ফরিদপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি সারা বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম নির্বাচিত ভিপি ছিলেন, যা ছাত্রদলের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়ে থাকবে। ১৯৭৯-৮০ সালে তিনি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদে ভিপি নির্বাচিত হন।

রাজনীতির ধারাবাহিকতায় তিনি যুব ও মূলধারার রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রাখেন। গাজী সালাহ উদ্দীন (ভিপি জং-গী) ১৯৮৯ সাল এবং ১৯৯৩ সালে পর পর দুই মেয়াদে ফরিদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। ইঞ্জি. গাজী সালাহ উদ্দীন ফরিদপুর জেলা ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ -এর সাধারণ সম্পাদক হিসেবে পর পর দুই মেয়াদে ৮ বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

বর্ষীয়ান এই রাজনীতিবিদ গাজী সালাহ উদ্দীন (ভিপি জং-গী) ছিলেন রাজপথের এক অকুতোভয় লড়াকু সৈনিক। আশির দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেন দলকে, যা পরিণতি পায় নব্বইয়ের গণআন্দোলনে স্বৈরাচারী এরশাদের পতনের মধ্য দিয়ে। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ভিপি জংগী বিএনপির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের ঘনিষ্ঠ সহযোদ্ধা ছিলেন। আশির দশকে বিএনপির দু:সময়ে তিনি নিজের পকেটের টাকা খরচ কোরে দলের কার্যক্রম পরিচালনায় সহায়তা করেন। বিএনপির দুর্দিনে ফরিদপুরে যে কয়েকজন উল্লেখযোগ্য নেতা দলের পাশে ছিলেন তাদের মধ্যে ইঞ্জি. গাজী সালাহ উদ্দীন (ভিপি জং-গী) অন্যতম।

ইঞ্জি. গাজী সালাহ উদ্দীন (ভিপি জং-গী) ফরিদপুর জেলার রাজনীতিতে দলমত নির্বিশেষে একজন সৎ, স্বচ্ছ, পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও সমাজ সেবক হিসেবে পরিচিত। তিনি সারা জীবন লুটপাট, দখলবাজ ও সুবিধাবাদী রাজনীতি থেকে নিজেকে দূরে রেখেছেন। এরশাদ আমল থেকে শুরু করে বিগত ১৫ বছরের শাসন আমলে বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিপক্ষের প্রতিহিংসার শিকার হয়ে আর্থিকভাবে তাকে অনেক দু:সময় পার করতে হয়েছে। এরপরেও দলের প্রতি তার আনুগত্য ছিল অবিচল। নির্যাতন, নিপীড়ন—কোনো কিছুই তাকে আদর্শের পথ থেকে বিচ্যুত করতে পারেনি। তিনি বিএনপির মূলধারার একজন রাজনীতিক এবং মা-মাটি ও মানুষের নেত্রী ম্যাডাম খালেদা জিয়ার একনিষ্ঠ অনুসারী। রাজনীতির পাশাপাশি কর্মজীবনে তিনি একজন সফল আবাসন ব্যবসায়ী। রাজনৈতিক পরিচয় ছাপিয়ে সাধারণ মানুষের সঙ্গে তার রয়েছে নিবিড় সম্পর্ক। দলমত নির্বিশেষে ফরিদপুরবাসীর আস্থা ও সমর্থনের প্রতীক হয়ে আছেন ইঞ্জি. গাজী সালাহ উদ্দীন (জং-গী) ও তার পরিবার।

ফরিদপুরবাসীর উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার গাজী সালাহ উদ্দীন (ভিপি জং-গী)'র উদ্বাত্ত আহ্বানঃ
প্রাণপ্রিয় ফরিদপুরবাসী,সম্মানিত ব্যবসায়ী, শিল্পপতি, পেশাজীবী, রাজনীতিক, তরুন-তরুনী, যুবক ভাই ও বোনেরা—আমরা সকলে দল-মত নির্বিশেষে একত্রিত হয়ে ফরিদপুরবাসীর জীবনের মানোন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক-সন্ত্রাস-দুর্নীতি, অবৈধ দখল, চাঁদাবাজি, লুটপাট এবং নিপীড়নের বিরুদ্ধে শহরের প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো—ইনশাআল্লাহ্।

সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষাকে সামনে রেখে আগামী দিনের উন্নত, সুশাসিত ও কল্যাণমুখী স্বপ্নের ফরিদপুর গড়ার প্রত্যয়ে আমি গাজী সালাহ উদ্দীন জংগী আপনাদের সহযোগী হোতে চাই।

প্রিয় ফরিদপুরবাসী আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলি একটি শান্তিপূর্ণ, স্বচ্ছ ও মানবিক ফরিদপুর—যেখানে আগামী প্রজন্ম গর্ব করে বসবাস করতে পারবে। অন্যায়, জুলুম ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে—ইনশাআল্লাহ্।
বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...