Logo Logo

সাদামাটা পালন হবে বাকৃবির ৬৫তম প্রতিষ্ঠা দিবস


Splash Image

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) আগামীকাল সোমবার (১৮ আগস্ট) ৬৫তম প্রতিষ্ঠা দিবস উদ্যাপন করতে যাচ্ছে। দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে নানা আয়োজন থাকলেও তা হবে সাদামাটা পরিসরে। এ উপলক্ষে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস স্থগিত থাকবে। ত


বিজ্ঞাপন


বে চলমান পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে এবং নির্ধারিত সময়ের পূর্বে ও পরে ক্লাস স্বাভাবিকভাবে চলবে।

বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, কর্মসূচি শুরু হবে ১৭ আগস্ট (রবিবার) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সকল অফিস ও আবাসিক হলে উপাচার্যের বাণী প্রচারের মাধ্যমে। এরপর জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, কবুতর অবমুক্তকরণ এবং আনন্দ র‌্যালির উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

এরপর সকাল ৯টা ৫০ মিনিটে বৃক্ষরোপণ এবং সকাল ১০টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয় লেক ও ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করা হবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে সেমিনার—“গৌরবের ৬৫ বছর: অর্জন ও সম্ভাবনা”। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক।

দুপুর ১২টা ২০ মিনিটে আবাসিক হলসমূহে বৃক্ষরোপণ কর্মসূচি, দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত/প্রার্থনা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় সূর্যাস্তের সাথে সাথে জাতীয় পতাকা অবনমনের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচির সমাপ্তি হবে।

বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জি এম মুজিবুর রহমান বলেন, প্রতিবছরের মতো এবছরও প্রতিষ্ঠা দিবস পালন করা হবে। দিবসটি উপলক্ষে আনন্দ র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তবে ভারী খাবারের ব্যবস্থা কিংবা টি-শার্টের ব্যবস্থা রাখা হয়নি। পূর্বের বছরগুলোর মতো এবারও সাদামাটাভাবে দিবসটি উদযাপন করা হবে।

-বাকৃবি প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...