Logo Logo

টাটকা ইলিশ চিনবেন যেখাবে

'ইলিশ' ভেবে 'চন্দনা', 'সার্ডিন', 'খয়রা' কিনছেন না তো?


Splash Image

ছবি : সংগৃহিত

বাজারে ইলিশ মাছ কিনতে গিয়ে সার্ডিন মাছ কিনে ফেলছেন কিনা, তা যাচাই করা জরুরি। অনেক সময় অসাধু ব্যবসায়ীরা ইলিশ মাছের মতো দেখতে সার্ডিন মাছকে ইলিশ বলে চালিয়ে দেয়, যার কারণে ক্রেতারা প্রতারিত হন


বিজ্ঞাপন


ইলিশ কেনার সময় থাকতে হবে সতর্ক। হয়তো ইলিশ রান্নার পর হয়তো ঘ্রাণ-স্বাদ কিছুই মিলবে না। এরপর বুঝতে পারবেন ইলিশ ভেবে আসলে সার্ডিন বা চন্দনা কিনে এনেছেন। বর্তমানে অনেকেই বেশ কম দামে ইলিশ বিক্রি করছেন। কেউ কেউ কেটেও বিক্রি করছেন। কিন্তু পরবর্তীতে দেখা যায়, কম দামে বিক্রি করা এসব মাছ আসলে ইলিশ নয়।

ইলিশ আর চন্দনার গড়ন কিছুটা একইরকম। স্বাদেও কিছুটা মিল রয়েছে। চন্দনাকে জেলারা সার্ডিন, যাত্রিক, টাকিয়া, পানসা, খায়রা ও সাগর চাপিলা নামেও চেনে। অসাধু ব্যবসায়ীরা সাগরের এই মাছকে ইলিশ করে বিক্রি করেন। তাই হতে হবে সচেতন। কীভাবে ইলিশ আর চন্দনার পার্থক্য বুঝবেন?

দৈর্ঘ্য

চন্দনা বা সার্ডিনের দেহের দৈর্ঘ্য সাত সেন্টিমিটার থেকে বিশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। অন্যদিকে, ইলিশ বেশ বড় হয়। এটি ৭৫ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে।

আকৃতি

সার্ডিনের মাথার আকৃতি ছোট এবং অগ্রভাগ ভোতা। আর ইলিশের মাথার আকৃতি লম্বাটে এবং অগ্রভাগ সূচালো। অর্থাৎ ইলিশ হয় চৌকা আকৃতির আর চন্দনা সেই তুলনায় চ্যাপ্টা।

রঙ

চন্দনার পৃষ্ঠীয় পাখনার অগ্রভাগে এবং পুচ্ছ পাখনার কিনারা ঘোলাটে। আর ইলিশের পৃষ্ঠীয় পাখনার অগ্রভাগে এবং পুচ্ছ পাখনার কিনারা অনেকটা সাদাটে।

চোখ

ইলিশের তুলনায় চন্দনার চোখের আকৃতি তুলনামূলকভাবে বড়। আসল ইলিশের চোখের আকৃতি ছোট হয়।

কালো ফোঁটা

চন্দনার পৃষ্ঠীয় পাখনার উৎসে একটি কালো ফোঁটা রয়েছে। ইলিশের কানকুয়ার পরে একটি বড় কালো ফোঁটা এবং পরে অনেকগুলো কালো ফোঁটা (a series of small spots) থাকে।

সুস্বাদু ইলিশ চেনার উপায়

ইলিশের আকার যত বড় হয়, এর স্বাদ তত বাড়ে। ডিম ছাড়ার আগ পর্যন্ত ইলিশের স্বাদ বেশি থাকে। ডিমওয়ালা ইলিশের চর্বি কমে যায় ফলে স্বাদও কিছুটা কমে। এজন্যে ডিম ছাড়া ইলিশ নিতে বলা হয়। ইলিশের মধ্যে পদ্মার ইলিশের খ্যাতি সবচেয়ে বেশি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...