বিজ্ঞাপন
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি'র)একটি বিশেষ টহলদল খুলনা-যশোর মহাসড়কের মুড়লী বাস স্ট্যান্ড এলাকায়
পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় রুবেল নামে একজনকে আটক করা হয়। পরে তার কোমরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় ৫পিস স্বর্ণের বার পাওয়া যায়। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৮৬,০৬,৫২০/-(ছিয়াশি লক্ষ ছয় হাজার পাঁচশত বিশ) টাকা টাকা ।
এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান,এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিন যাবত স্বর্ণ, মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।
-প্রতিবেদক: জাকির হোসেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...