বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গণনা অনুযায়ী, এর আগের ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) এসব মৃত্যু ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১১০ জনের। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৭৮২ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩১১ জনের মধ্যে— বরিশাল বিভাগে ৮২ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৪২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬১ জন, খুলনায় ১৫ জন, ময়মনসিংহে ২ জন এবং রাজশাহী বিভাগে ২১ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী মাসভিত্তিক পরিসংখ্যান—
* জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ১৬১ জন, মৃত্যু ১০ জনের।
* ফেব্রুয়ারিতে ভর্তি ৩৭৪ জন, মৃত্যু ৩ জন।
* মার্চে ভর্তি ৩৩৬ জন, তবে মৃত্যুর খবর পাওয়া যায়নি।
* এপ্রিলে ভর্তি ৭০১ জন, মৃত্যু ৭ জন।
* মে মাসে ভর্তি ১ হাজার ৭৭৩ জন, মৃত্যু ৩ জন।
* জুনে ভর্তি ৫ হাজার ৯৫১ জন, মৃত্যু ১৯ জন।
* জুলাইয়ে ভর্তি সর্বোচ্চ ১০ হাজার ৬৮৪ জন, মৃত্যু ৪১ জন।
* আগস্ট মাসে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৮০২ জন। মৃত্যুবরণ করেছেন ২৭ জন।
বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। তাই আক্রান্তের সংখ্যা ও মৃত্যুহার কমাতে স্থানীয় পর্যায়ে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন তারা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...