Logo Logo

কোটাব্যবস্থা বাতিল ও ন্যায্য সুযোগ চেয়ে মানববন্ধনে MIST শিক্ষার্থীরা


Splash Image

দেশের প্রকৌশল খাতের বৈষম্য নিরসন ও ন্যায্য অধিকার আদায়ের দাবিতে Military Institute of Science and Technology (MIST)–এর শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। আজ ২৪ আগস্ট দুপুর ৩টায় মিরপুর-১২ বিআরটিসি বাসস্ট্যান্ডেের সামনে "প্রকৌশল অধিকার আন্দোল" এর পক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে ডিপ্লোমা টেকনিশিয়ানরা অন্যায়ভাবে সরকারি চাকরিতে ১০ম গ্রেড দখল করে রেখেছে। অথচ একই পর্যায়ের চাকরিতে প্রবেশের জন্য বিএসসি ইঞ্জিনিয়ারদের কঠোর প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে হয়। তারা অভিযোগ করেন, ডিপ্লোমাধারীরা নিজেদের “ইঞ্জিনিয়ার” পরিচয়ে উপস্থাপন করলেও প্রকৃত অর্থে কেবলমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরাই এ পদবি ব্যবহারের অধিকার রাখেন।

প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা ৩ দফা দাবি তুলে ধরেন:

১. ৯ম গ্রেড (সহকারী প্রকৌশলী বা সমমান পদ) – এই পদে নিয়োগ পরীক্ষায় সবাইকে সমানভাবে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। ন্যূনতম যোগ্যতা হিসেবে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নির্ধারণ করতে হবে। কোনোভাবেই কোটার মাধ্যমে পদোন্নতি বা অন্য নামে সমমান পদ সৃষ্টি করা যাবে না।

২. ১০ম গ্রেড (উপসহকারী প্রকৌশলী বা সমমান পদ) – ডিপ্লোমাদের জন্য বরাদ্দকৃত ১০০% কোটা বাতিল করতে হবে। এই পদে ন্যূনতম যোগ্যতা হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, তবে বিএসসি ও এমএসসি ডিগ্রিধারীরাও আবেদন করার সুযোগ পাবেন।

৩. “ইঞ্জিনিয়ার” পদবীর ব্যবহার – শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরাই নামের আগে “ইঞ্জিনিয়ার” লিখতে পারবেন। অন্য কেউ এ পদবি ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান শিক্ষার্থীরা।

MIST শিক্ষার্থীরা বলেন, “একটি দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে প্রকৃত যোগ্য বিএসসি ইঞ্জিনিয়ারদের সঠিক পদ ও মর্যাদা নিশ্চিত করা জরুরি। অন্যথায় উন্নয়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে এবং মেধা ক্ষয় অব্যাহত থাকবে।”

শিক্ষার্থীরা দ্রুততম সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেন।

-প্রতিবেদক,সাদিকুর রহমান সাদি ক্যাম্পাস প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...