ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
ভারী বৃষ্টিপাতের পর গত ৩১ আগস্ট এ মর্মান্তিক ভূমিধসের ঘটনা ঘটে। সোমবার (১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, পরিস্থিতি এতটাই ভয়াবহ যে একজন ছাড়া গ্রামের সবাই নিহত হয়েছেন।
গ্রুপটির প্রধান আরও জানান, দারফুরের দুর্গম এ অঞ্চলটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। নারী, পুরুষ ও শিশুদের মরদেহ উদ্ধারে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর জরুরি সহযোগিতা কামনা করেছে তারা।
উল্লেখ্য, সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের দ্বন্দ্বে গত দুই বছর ধরে চলমান গৃহযুদ্ধের কারণে বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়ে এ পাহাড়ি অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। তবে দুর্গম হওয়ায় সেখানে পর্যাপ্ত খাবার ও ওষুধের সঙ্কট ছিল চরমে। জীবন বাঁচাতে পালিয়ে আসা সেই মানুষগুলোকেই শেষ পর্যন্ত গ্রাস করল প্রাকৃতিক দুর্যোগ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...