Logo Logo

মিয়ানমারে সাজানো নির্বাচনের রক্তক্ষয়ী সমাপ্তি, বিমান হামলায় নিহত ১৭০


Splash Image

জান্তাশাসিত মিয়ানমারে স্বৈরশাসনের পাঁচ বছর পর অনুষ্ঠিত কথিত জাতীয় নির্বাচনের সময় দেশটির বিমান বাহিনীর ভয়াবহ অভিযানে অন্তত ১৭০ জন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও জাতিসংঘের বিবৃতির বরাতে এই নৃশংসতার তথ্য সামনে এসেছে।


বিজ্ঞাপন


২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর ২০২৫ সালের সেপ্টেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল জান্তা সরকার। সেই অনুযায়ী গত ২৮ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত তিন দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ‘সুষ্ঠু পরিবেশ নেই’ অজুহাতে ১২১টি আসনে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছিল। গত ২৫ জানুয়ারি ভোটগ্রহণ শেষ হওয়ার পর চূড়ান্ত গণনায় দেখা গেছে, জান্তা সমর্থিত দল 'ইউনিয়ন অ্যান্ড সলিডারিটি পার্টি' (ইউএসডিপি) এই নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছে।

গত বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন এক বিবৃতিতে জানিয়েছে, ২৮ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত নির্বাচনের পুরো সময়কালে বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলোতে মিয়ানমারের বিমান বাহিনী অন্তত ৫০৮টি বিমান হামলা চালিয়েছে। এসব অভিযানেই ১৭০ জন প্রাণ হারিয়েছেন।

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের মিয়ানমার শাখার প্রধান জেমস রোডেহ্যাভের বলেন, ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই বিমান অভিযান ২৫ জানুয়ারি পর্যন্ত অব্যাহত ছিল। উদ্বেগজনক তথ্য হলো, নিহতদের মধ্যে নির্বাচনের কয়েকজন প্রার্থীও রয়েছেন।

এই নির্বাচনকে ‘ভুয়া এবং সামরিক বাহিনীর সাজানো নাটক’ বলে অভিহিত করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। গণতান্ত্রিক প্রক্রিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রক্তের বিনিময়ে ক্ষমতা কুক্ষিগত করার এই প্রচেষ্টাকে বিশ্বজুড়ে তীব্র নিন্দা জানানো হচ্ছে।

মিয়ানমারের এই নির্বাচন ও ব্যাপক প্রাণহানির ঘটনা দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূ-রাজনৈতিক স্থিতিশীলতাকে নতুন করে সংকটের মুখে ঠেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...