Logo Logo

৩৮ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সহকারী কর কমিশনার বরখাস্ত


Splash Image

আয়করদাতার পূর্ববর্তী যাবতীয় নথি হস্তান্তরের বিনিময়ে ৩৮ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল-৫ এর সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (১ সেপ্টেম্বর) এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত করে বোর্ডে সংযুক্ত করা হয়।

আদেশে বলা হয়, সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস ঢাকার কর অঞ্চল-৫–এর ৯৩ নম্বর সার্কেলের করদাতা সালাহ উদ্দিন আহমেদের মনোনীত প্রতিনিধি তথা আয়কর আইনজীবীর কাছে ৩৮ লাখ টাকার বিনিময়ে নথিপত্র হস্তান্তর করেন। ওই নথিগুলোর মধ্যে ছিল পূর্ববর্তী বছরের আয়কর রিটার্ন, অর্ডার শিট, কর নির্ধারণী আদেশ, আপিল-ট্রাইব্যুনালের আদেশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিল।

এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর বিধি-১২ অনুযায়ী জান্নাতুল ফেরদৌসকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...