Logo Logo

টুঙ্গিপাড়ায় সড়কে নির্মাণসামগ্রী রেখে জনদুর্ভোগ, ২০ হাজার টাকা জরিমানা


Splash Image

ছবি সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়কের ওপর ইট, বালু ও খোয়া রেখে জনদুর্ভোগ সৃষ্টি করার অভিযোগে এক ভবন মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


বিজ্ঞাপন


সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাটগাতী বাসস্ট্যান্ডের পাশে ভবন নির্মাণের উদ্দেশ্যে সড়কের ওপর ইট, বালু ও খোয়া ফেলে রাখায় হাফেজা হাবিবা নামের ওই ভবন মালিকের বিরুদ্ধে মহাসড়ক আইনে মামলা করা হয়। এ সময় আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানকালে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজ হাসানসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, ভবন নির্মাণের জন্য সড়কের ওপর নির্মাণসামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় ওই ভবন মালিককে জরিমানা করা হয়েছে। পাশাপাশি তিনি জানান, পৌরসভা থেকে অনুমোদিত নকশা গ্রহণ না করেই ভবন নির্মাণের কাজ শুরু করা হয়েছিল। এ কারণে পৌরসভা থেকে বৈধ নকশা অনুমোদন না নেওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...