Logo Logo

ইসলামি জ্ঞানের মহাসম্মেলন: ১৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে আন্তর্জাতিক ইসলামি বইমেলা


Splash Image

শতাধিক প্রকাশকের সমন্বয়ে ইসলামি বইমেলা: প্রস্তুতি শেষ পর্যায়ে

আন্তর্জাতিক ইসলামি বইমেলা ২০২৫ শুরু হচ্ছে ১৩ সেপ্টেম্বর। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় দেশি-বিদেশি শতাধিক প্রকাশক অংশ নেবে।


বিজ্ঞাপন


ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে পবিত্র রবিউল আওয়াল মাস উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক ইসলামি বইমেলা-২০২৫ এর সব প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। আয়োজকরা বলছেন, এটি সংস্থার ইতিহাসে সর্ববৃহৎ এবং সবচেয়ে ব্যাপক আয়োজন হতে যাচ্ছে।

মেলায় অংশগ্রহণের জন্য পাকিস্তান, মিশর, লেবাননসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান ইতোমধ্যেই প্রস্তুতি সম্পন্ন করেছে। এ ছাড়া দেশীয় শতাধিক প্রকাশকও তাদের স্টল নিয়ে অংশ নিচ্ছে। বাইতুল মোকাররমের পূর্ব গেট থেকে শুরু করে দৈনিক বাংলা মেইন রোড পর্যন্ত বিস্তৃত এই আয়োজন দর্শনার্থীদের জন্য স্বাচ্ছন্দ্যময় পরিবেশে বই ঘুরে দেখার সুযোগ করে দেবে।

স্টল নির্মাণ, সজ্জা, স্থান বরাদ্দ এবং বিদেশি প্রকাশকদের অংশগ্রহণসহ যাবতীয় লজিস্টিক কার্যক্রম ইতোমধ্যেই শেষ করা হয়েছে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এছাড়াও বিদেশি রাষ্ট্রদূত, অতিথি ও মেহমানরা এতে অংশ নেবেন।

আয়োজকদের দাবি, এই মেলা কেবল বই কেনাবেচার কেন্দ্র নয়; বরং এটি জ্ঞান ও সংস্কৃতির এক অনন্য সমাবেশ। এখানে পাঠক, লেখক এবং প্রকাশকদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে ইসলামি জ্ঞানে উদ্বুদ্ধ করা, বুদ্ধিবৃত্তিক বিনিময় ও আধ্যাত্মিক উন্নয়নে ভূমিকা রাখাই এই আয়োজনের মূল লক্ষ্য।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...