Logo Logo

ইমামের অবদানের স্বীকৃতি, অবসরে পেলেন প্রায় অর্ধ কোটি টাকা

অবসরে ইমামকে অর্ধ কোটি টাকার সম্মানি, আলোচনায় ভারতের গ্রামীণ মসজিদ


Splash Image

ছবি- সংগৃহীত

ভারতের রাজস্থানের নাগৌর জেলায় এক অবসরপ্রাপ্ত ইমামকে প্রায় অর্ধ কোটি টাকা সম্মানি দিয়েছে স্থানীয় মসজিদ কর্তৃপক্ষ ও গ্রামবাসী। মানবসেবা ও ধর্মীয় অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।


বিজ্ঞাপন


ভারতের রাজস্থানের নাগৌর জেলার বাসনি গ্রামে ঘটেছে এক অনন্য দৃষ্টান্ত। স্থানীয় মসজিদ কর্তৃপক্ষ ও গ্রামবাসী অবসরে যাওয়া ইমাম মাওলানা সৈয়দ মোহাম্মদ আলীকে বিদায় উপহার হিসেবে প্রায় অর্ধ কোটি টাকা সম্মানি প্রদান করেছে। খবরটি প্রকাশের পর বিষয়টি দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে ইমামতির পাশাপাশি ধর্মীয় শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কাজে যুক্ত ছিলেন মাওলানা সৈয়দ মোহাম্মদ আলী। শুধু নামাজ পরিচালনা নয়, সামাজিক সম্প্রীতি, সচেতনতা বৃদ্ধি ও মানবসেবায় অবদান রাখার জন্য তাকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে।

গ্রামবাসী ও মসজিদ কমিটির উদ্যোগে এই অর্থ সংগ্রহ করা হয়। তাদের বিশ্বাস, মাওলানা আলীর অবদান শুধু ধর্মীয় পরিসরে সীমাবদ্ধ ছিল না; তিনি সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই অবসরের পর তাকে মর্যাদাপূর্ণ সম্মানি দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

এর আগে রাজস্থানের সিকার ও লাডনুর অঞ্চলেও ইমামকে এভাবে সম্মান জানানোর নজির রয়েছে। এবার নাগৌর জেলাতেও একই রীতি দেখা গেলো। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ার পর হাজারো মানুষ প্রশংসা করেছেন এ উদ্যোগের। অনেকেই মন্তব্য করেছেন, সমাজে যারা সেবক হিসেবে কাজ করেন, তাদের সম্মান জানানো উচিত।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...