Logo Logo

খাঁটি আমলেই আল্লাহর সন্তুষ্টি ও নাজাত

লোক দেখানো আমল ছোট শিরক: হাদিসের সতর্কবার্তা


Splash Image

এখলাসহীন আমল ধূলিকণার মতো ছিটকে যাবে

আধ্যাত্মিক জীবন ও নাজাতের প্রসঙ্গে মাওলানা সেলিম হোসাইন আজাদী বলেছেন, নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট, যদি তা খাঁটি ও এখলাসপূর্ণ হয়।


বিজ্ঞাপন


তিনি বলেন, মানুষ বেশি চাইতে গিয়ে আমলেও বাড়তি বোঝা তৈরি করে, যেখানে ভুল ও লোক দেখানোর প্রবণতা ঢুকে যায়। নবীজি (সা.) এ বিষয়ে উম্মতকে সতর্ক করেছিলেন।

তিনি ব্যাখ্যা করেন, আল্লাহ তায়ালা কুরআনে উল্লেখ করেছেন, এখলাসহীন আমল কেয়ামতের দিন ধূলিকণার মতো বিক্ষিপ্ত হয়ে যাবে। হাবা ও মানছুরা শব্দের অর্থ ব্যাখ্যা করে তিনি বলেন, শিরক, রিয়া ও বিদআত মিশ্রিত আমল আল্লাহর কাছে কোনো মর্যাদা পায় না।

মাওলানা সেলিম হোসাইন বলেন, নবীজি (সা.) ছোট শিরক হিসেবে লোক দেখানো আমলের কথা বলেছেন। মানুষ যদি দুনিয়াবি স্বার্থে নামাজ, রোজা বা দান-সদকা করে, তবে সে আমল কবুল হবে না; বরং আখেরাতে তার জন্য জাহান্নাম বরাদ্দ থাকবে।

তিনি আবু লাইস নসর বিন মুহাম্মদ আস-সমরকন্দীর বিখ্যাত কিতাব তাম্বিহুল গাফেলিন থেকে উদ্ধৃতি দিয়ে বলেন, “এখলাস ছাড়া কোনো আমল আল্লাহ কবুল করবেন না।”

অল্প আমলের গুরুত্ব তুলে ধরে তিনি নবীজির (সা.) একটি হাদিস উল্লেখ করেন—“তোমার ধর্ম খাঁটি করো, নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট।”

শেষে তিনি দোয়া করেন, আল্লাহ যেন শিরক, বিদআত ও নেফাকমুক্ত খাঁটি আমল করার তাওফিক দান করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...