বিজ্ঞাপন
ড. সালেহউদ্দিন বলেন, “ডলারের দাম কিছুটা স্থিতিশীল না রাখলে খারাপ প্রভাব পড়বে। যারা রেমিটেন্স পাঠান তাদের বিষয়টাও দেখতে হবে। কারণ তারা আমাদের চালিকা শক্তি।” তিনি আরও জানান, বর্তমানে যে ডলার আছে তা দেশের আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য যথেষ্ট নয়। উদাহরণ হিসেবে তিনি ২০০৭-০৮ সালের সিডর ও আইলা ঘূর্ণিঝড়ের কথা তুলে ধরেন, যখন পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার অভাবে সমস্যা হয়েছিল।
তিনি বলেন, “ফরেন এক্সচেঞ্জ শুধু আমদানির জন্য ব্যবহার করা হয় – এটা ভুল ধারণা। তাই রিজার্ভ বিল্ডআপ করা খুবই গুরুত্বপূর্ণ।”
ডলার দাম স্থিতিশীল রাখার প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক বাজার থেকে দুই মিলিয়ন ডলার সংগ্রহ করেছে। অর্থ উপদেষ্টা বলেন, “আমরা ডলার কিনছি, কিন্তু দেশের অভ্যন্তরে বড় ধরনের কোনো জরুরি প্রয়োজনে তা পর্যাপ্ত না হলে বিপদ ঘটতে পারে।”
এছাড়া পিপিআরসি-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী দেশে জিনিসপত্রের দামের কারণে জনসংখ্যার ৭০ শতাংশ অস্বস্তিতে আছে। এই প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “প্রতিবেদনটি আমি দেখেছি। বৈঠকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে।”
ড. সালেহউদ্দিন জানান, বৈঠকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে আপগ্রেডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। তিনি বলেন, “চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে বর্তমানে গ্রেড-১। বড় বিমান ওঠানামার জন্য এটি গ্রেড-২-তে উন্নীত করতে হবে। একই সঙ্গে ঢাকার কন্ট্রোল রুমও আরও আধুনিক করা হবে।”
অকটেন সরবরাহ সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি বলেন, “দেশে অকটেনের কিছুটা ঘাটতি রয়েছে। তাই আমরা চাই না, দেশের অভ্যন্তরে কোনো ধরনের জ্বালানির সংকট তৈরি হোক। এজন্য প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়েছে।”
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বৈঠকে সার ও কিছু খাদ্যপণ্য আমদানি সংক্রান্ত সিদ্ধান্তও নেওয়া হয়েছে। “এগুলো দেশের খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ,” তিনি উল্লেখ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...