Logo Logo

জীবিত জমিদাতাকে মৃত দেখিয়ে মাদ্রাসা কমিটি গঠনের অভিযোগ


Splash Image

নরসিংদীর মনোহরদীতে জীবিত জমিদাতাকে মৃত দেখিয়ে মাদ্রাসা ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।


বিজ্ঞাপন


ভুক্তভোগী জমিদাতা আঃ কাদির গণমাধ্যমকে জানান, “আমি ও আমার পরিবারের সদস্যরা মিলে চন্দনবাড়ী সিনিয়র কামিল মাদ্রাসার জন্য প্রায় ৪৭ শতাংশ জমি দান করেছি। এ পর্যন্ত মাদ্রাসার কোনো কাজে আমাদের ডাকেনি। কিন্তু দুঃখজনক বিষয় হলো, মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ মাওলানা আবু রায়হান আমাকে জীবিত রেখে মৃত দেখিয়ে একটি পকেট কমিটি গঠন করেছেন।”

তিনি আরও বলেন, “আমি এখনো জীবিত আছি এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি। জীবিত থাকা সত্ত্বেও আমাকে মৃত দেখানো হয়েছে কেন—এ বিষয়ে আমি প্রশাসক ও সরকারের কাছে বিচার দাবি করছি।”

এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার অধ্যক্ষ মাওঃআবু রায়হান ভূঁইয়া বলেন“জমিদাতা আঃ কাদির জীবিত আছেন তা আমার জানা ছিল না। পূর্ববর্তী রেকর্ড দেখে আঃ কাদির এর নামের শেষে বিলবোর্ডে মৃত দেওয়া হয়েছে। এখন জেনেছি,পরবর্তী মিটিংয়ে বিষয়টি সংশোধন করে দেওয়া হবে।”

এ ঘটনায় মাদ্রাসার দাতা পরিবার ও স্থানীয়দের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...