Logo Logo

গাছের বন্ধু বাদশা মিয়া: একমুঠো ভাত নয়, একমুঠো অক্সিজেনের স্বপ্ন


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


রংপুরের পীরগঞ্জের মেষ্টা গ্রামের দিনমজুর বাদশা মিয়া স্থানীয়দের কাছে পরিচিত ‘গাছের বন্ধু’ নামে। গত ২০ বছর ধরে নিজের টাকায় রাস্তার পাশে, হাটবাজারে, মসজিদ ও স্কুলের আঙিনায় গাছ লাগিয়ে চলেছেন তিনি। তাঁর লাগানো গাছের ফল এখন খায় এলাকার মানুষ, পথচারীরা নেয় ছায়ার পরশ।

গাছ লাগানোর নেশা শুরু হয় ২০০৪ সালে, যখন টাকার অভাবে সন্তানদের ফল খাওয়াতে না পেরে তিনি সিদ্ধান্ত নেন—সব শিশু যেন ফল খেতে পারে, তাই লাগাবেন ফলের গাছ। প্রথমে ৫০টি আম-কাঁঠালগাছ লাগিয়ে মেয়ের সোনার দুল বিক্রি করে গাছের খুঁটি দেন। উপহাস, বাধা আর মারধর সয়েও থেমে যাননি বাদশা; বরং নতুন উদ্যমে লাগিয়ে গেছেন হাজারো গাছ।

এখন ৭২ বছর বয়সেও প্রতি শুক্রবার বাইসাইকেলে চারা নিয়ে বের হন তিনি। নামাজ শেষে মসজিদে গাছের উপকারিতা বলেন, মানুষকে গাছ লাগাতে উৎসাহ দেন। তাঁর স্লোগান—“একমুঠো ভাত নয়, একমুঠো অক্সিজেন চাই।” ইতিমধ্যে অন্তত ১৫টি গ্রামে তিনি লাগিয়েছেন ৩০ হাজারের বেশি ফলের গাছ।

নিজের স্বার্থের জন্য নয়, সমাজ ও পরিবেশের জন্য গাছ লাগান বাদশা মিয়া। তিনি বলেন, “আমি না থাকলেও আমার গাছ থাকবে, মানুষকে ফল আর ছায়া দেবে—তাতেই আমার সুখ।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...