Logo Logo

৫৭ রানে ৫ উইকেট, টপ অর্ডারের ব্যর্থতায় হারল বাংলাদেশ


Splash Image

ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টিতে বাংলাদেশের দীর্ঘদিনের পুরনো রোগ—ব্যাটিং ব্যর্থতা, যেন সারছেই না। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে আরও একবার ব্যাটিং বিপর্যয়ে পড়লো টাইগাররা। শেষদিকের ব্যাটাররা কিছুটা লড়াই করলেও তা কেবল হারের ব্যবধানই কমিয়েছে। ১৬ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।


বিজ্ঞাপন


লম্বা সময় ধরেই টি-টোয়েন্টি ফরম্যাটে টপ অর্ডারের এই ব্যর্থতা ভোগাচ্ছে বাংলাদেশকে। একাধিক ক্রিকেটারকে দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেও এই সমস্যার কোনো স্থায়ী সমাধান মিলছে না। আজকের ম্যাচেও তার ব্যতিক্রম হলো না।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে ১৬৫ রান তোলে। জবাবে ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ঝোড়ো করেছিলেন তানজিদ হাসান তামিম। ইনিংসের প্রথম ওভারেই ছক্কা হাঁকিয়ে ভালো কিছুর আভাস দেন, কিন্তু ৫ বলে ১৫ রান করে তিনি ফিরতেই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার।

আরেক ওপেনার সাইফ হাসান (৮) ও অধিনায়ক লিটন দাস (৫) দ্রুতই সাজঘরে ফেরেন। শামিম হোসেন ও নুরুল হাসান সোহানও দলের হাল ধরতে পারেননি। তাতে মাত্র ৫৭ রানেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে বাংলাদেশ।

সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন তাওহিদ হৃদয় ও তানজিম সাকিব। হৃদয় ২৫ বলে ২৮ এবং তানজিম সাকিব ২৭ বলে ৩৩ রান করে কিছুটা প্রতিরোধ গড়েন। শেষদিকে নাসুম আহমেদের ১৩ বলে ২০ রানের ক্যামিও ইনিংসে হারের ব্যবধানটাই যা কমেছে। ১৯ ওভার ৪ বলে ১৪৯ রানে অলআউট হয় বাংলাদেশ।

এর আগে বোলিংয়ে বাংলাদেশের শুরুটা ভালোই ছিল। পাওয়ার প্লে-তে ক্যারিবীয়দের ৩৫ রানে আটকে রাখে টাইগাররা। লেগ স্পিনার রিশাদ হোসেন ২৭ বলে ৩৪ রান করা আলিক আথানজেকে বোল্ড করে দলকে প্রথম ব্রেকথ্রু এনে দেন। এরপর তাসকিন আহমেদ জোড়া আঘাত হানেন। ব্রেন্ডন কিং (৩৩) ও পরের বলেই রাদারফোর্ডকে (০) ফিরিয়ে দেন তিনি।

তবে ৮২ রানে ৩ উইকেট হারানোর পর উইন্ডিজ ইনিংসের হাল ধরেন শাই হোপ ও রভম্যান পাওয়েল। এই দুজনের অবিচ্ছিন্ন জুটিতেই লড়াকু সংগ্রহ পায় তারা। শাই হোপ ৪৬ ও অধিনায়ক পাওয়েল ৪৪ রানে অপরাজিত থাকেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...