Logo Logo

বাংলাদেশের সঙ্গে কাঁটাতার রাখব না, দুই বাংলা এক হয়ে যাব : বিজেপি নেতা


Splash Image

বিজেপি নেতা জগন্নাথ সরকার। ছবি: হিন্দুস্তান টাইমস

ভারতের পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন (এসআইআর)কে কেন্দ্র করে রাজ্যে চলমান রাজনৈতিক উত্তাপে নতুন সংযোজন হলো রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বিতর্কিত মন্তব্য।


বিজ্ঞাপন


গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নদীয়া জেলার বানপুরে এক সাংগঠনিক সভায় অংশগ্রহণের সময় এমপি জগন্নাথ সরকার বলেন, ভোটে জিতলে ‘দুই বাংলা এক হয়ে যাবে’। স

ভায় তিনি আরও দাবি করেন, কয়েকজন নতুন কর্মীর বিজেপিতে যোগদানের ফলে দলের শক্তি বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, “কথা দিচ্ছি, এবারের ভোটে আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার রাখব না। আগেও এক ছিল দুই বাংলা, আবার এক হয়ে যাবে।”

তাঁর এই মন্তব্যের পাশাপাশি তিনি উল্লেখ করেন, “তৃণমূল জিতলেও কাঁটাতার আর থাকবে না। কিন্তু ওই দেশটা বাংলাদেশই থেকে যাবে।”

বিপক্ষ দল তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এমপির এই মন্তব্যকে ‘দ্বিচারিতা’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, “জগন্নাথ সরকারের মন্তব্যে বিজেপির দ্বিচারিতা প্রকাশ্যে এল। একদিকে তারা বলছে অনুপ্রবেশ বন্ধ করতে হবে, অন্য দিকে তারাই বলছে কাঁটাতার তুলে দেব। তাদের এই দ্বিচারিতা বাংলার মানুষ বুঝে নেবেন।”

বিজেপি প্রায়শই দাবি করে, বাংলাদেশ থেকে ব্যাপক অনুপ্রবেশের কারণে পশ্চিমবঙ্গসহ কিছু রাজ্যের জনবিন্যাস পরিবর্তিত হচ্ছে এবং এই অনুপ্রবেশে তৃণমূলের নিকটপোষক ভূমিকা রয়েছে। অনুপ্রবেশকারীদের উৎখাত করাকে প্রধান নির্বাচনি হাতিয়ার হিসেবে তুলে ধরছে বিজেপি।

সাধারণ মানুষ ও রাজনৈতিক মহল জগন্নাথ সরকারের এই মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে, যা আগামী নির্বাচনী প্রেক্ষাপটকে আরও উত্তপ্ত করতে পারে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...