Logo Logo

আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে অর্থনীতিকে হারিয়ে শিরোপা জিতলো বাংলা বিভাগ


Splash Image

আজ ১০ নভেম্বর ২০২৫ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী খেলার মাঠে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট -২০২৫ অনুষ্ঠিত হয়। এতে পূর্নাঙ্গ সময় খেলায় ১-১ ড্র হয়, পরবর্তীতে ট্রাইব্রেকারে ৭- ৬ গোলে অর্থনীতিকে হারিয়ে বাংলা বিভাগ প্রথম শিরোপা নিশ্চিত করে


বিজ্ঞাপন


আজ ১০ নভেম্বর ২০২৫ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী খেলার মাঠে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট -২০২৫ অনুষ্ঠিত হয়। এতে পূর্নাঙ্গ সময় খেলায় ১-১ ড্র হয়, পরবর্তীতে ট্রাইব্রেকারে ৭- ৬ গোলে অর্থনীতিকে হারিয়ে বাংলা বিভাগ প্রথম শিরোপা নিশ্চিত করে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ড. সুমন কান্তি বড়ুয়া, বিশেষ অতিথি হিসেবে ছিলেন শাহজাদপুর থানা ইনচার্জ আসলাম আলী, এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান বৃন্দ,খেলা আয়োজক কমিটি সহ অসংখ্য দর্শকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভিসি ড.সুমন কান্তি বড়ুয়া বলেন, "রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোনো স্থায়ী ক্যাম্পাস নেই কিন্তু স্থায়ী মাঠ আছে। মাঠ প্রস্তুতের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদেরকে ধন্যবাদ,এছাড়াও নিরাপত্তা বিষয়ক সহয়তার জন্য শাহজাদপুর থানা অফিসার্চ ইনচার্জ মো.আসলাম আলীকে ও বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানান এবং কেন্দ্রীয় খেলাধুলা ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মো.জাবেদ ইকবাল সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। এছাড়া দর্শক হিসেবে যারা ছিলেন তাদেরও আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

খেলাধুলা ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মো জাবেদ ইকবাল জানান," খেলাধুলা নির্মল আনন্দের উৎস এবং সহশিক্ষামূলক কার্যক্রমের অংশ। এটা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত সহায়ক। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলাধুলা কমিটি নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সকল ধরনের খেলাধুলার আয়োজনে বদ্ধপরিকর।"

বর্তমান চ্যাম্পিয়ন বাংলা বিভাগের চেয়ারম্যান মো. মাইনুল ইসলাম বলেন, "রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এ বিজয়ী হওয়ায় বাংলা বিভাগ ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ, ম্যানেজার, ক্রীড়া কমিটির সদস্যবৃন্দসহ বাংলা বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীকে অভিনন্দন জানাই।

বাংলা বিভাগ শিক্ষার্থীদের অ্যাকাডেমিক উৎকর্ষ নিশ্চিত করার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও দক্ষতা বৃদ্ধিতে খেলাধুলাকে সবসময় উৎসাহ দিয়ে এসেছে।

আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এ অংশগ্রহণ ও বিজয়ী হওয়ার পেছনে রয়েছে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠা। সবাইকে ধন্যবাদ জানাই। এমন সুশৃঙ্খল ও সফল আয়োজনের জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ক্রীড়া কমিটিকে সাধুবাদ জানাই।"

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...