Logo Logo

জবি ভর্তি পরীক্ষায় থাকছে না নেগেটিভ মার্ক এবং সেকেন্ড টাইমারদের সুযোগ


Splash Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা এবার লিখিত পরীক্ষা বাতিল করে শুধুমাত্র এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। নেগেটিভ মার্কিং থাকবে না। এ বছরও সেকেন্ড টাইমারের সুযোগ থাকবে না।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য অধ্যাপক মো. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এইবার ভর্তি পরীক্ষা এক শিফটে হবে এবং পরীক্ষা সময় নির্ধারিত হয়েছে এক ঘণ্টা।”

পরীক্ষার কাঠামো অনুযায়ী, এ-ইউনিটের শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান ও রসায়ন বাধ্যতামূলক থাকবে; জীববিজ্ঞান ও গণিতের মধ্যে যেকোন একটি ঐচ্ছিকভাবে উত্তর দিতে পারবে। বি-ইউনিটে থাকবে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান। সি-ইউনিটে থাকবে ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা ও হিসাববিজ্ঞান-ম্যানেজমেন্ট। অন্য গ্রুপ থেকে যারা এই ইউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য সাধারণ জ্ঞান অন্তর্ভুক্ত থাকবে। ডি-ইউনিটে থাকবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গাণিতিক বুদ্ধিমত্তা। প্রতিটি ইউনিটের জন্য ৯৬টি প্রশ্ন থাকবে এবং প্রতিটির মান ০.৭৫।

ভর্তি আবেদন শুরু হবে ২০ নভেম্বর দুপুর ১২:০০ টা থেকে এবং চলবে ০৩ ডিসেম্বর রাত ১১:৫৯ টা পর্যন্ত। আবেদন ফি হিসেবে A, B, C ও D ইউনিটের জন্য প্রতিটি ইউনিটে ১,০০০/- টাকা এবং E ইউনিটের জন্য ১,২০০/- টাকা অনলাইনে প্রদান করতে হবে। আবেদন ফরম পূরণ ও আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট https://admission.jnu.ac.bd থেকে জানা যাবে।

উল্লেখ্য, ২৯ অক্টোবর অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৭৫তম জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণ, তদারকি ও নীতিমালা প্রণয়নের জন্য ‘কেন্দ্রীয় ভর্তি কমিটি’ গঠন করা হয়েছিল।

পরীক্ষার নির্ধারিত তারিখসমূহ হলো:

ই-ইউনিট (চারুকলা অনুষদ): ১৩ ডিসেম্বর, বেলা ৩ টা থেকে ৪:৩০।

এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ): ২৬ ডিসেম্বর, সকাল ১১ টা থেকে ১২ টা।

সি-ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ): ২৭ ডিসেম্বর, সকাল ১১ টা থেকে ১২ টা।

ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ): ৯ জানুয়ারি, সকাল ১১ টা থেকে ১২ টা।

বি-ইউনিট (কলা ও আইন অনুষদ): ২৩ জানুয়ারি, সকাল ১১ টা থেকে ১২ টা।

এবার প্রথমবারের মতো জবি ভর্তি পরীক্ষা শুধু ঢাকা শহরে নয়, বরং রাজশাহী, কুমিল্লা ও খুলনাতেও অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...