বিজ্ঞাপন
প্রথম ঘটনায়, ‘এফ বি আল্লাহ মালিক’ নামের একটি বাংলাদেশি ট্রলার গত রোববার রাতে ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ করে। পরে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী জেলেদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। নথিপত্র যাচাই-বাছাই শেষে ট্রলার ও জেলেরা আটক হন। সোমবার সকালে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার কাছে তাদের হস্তান্তর করা হয়। স্থানীয় পুলিশ জানিয়েছে, জেলেরা সুস্থ আছেন।
অন্যদিকে, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার এচেরলা মণ্ডলের মোসাভানিপেটা উপকূলের কাছে ১৩ জন বাংলাদেশি জেলেকে আটক করেছে স্থানীয় উপকূলরক্ষী বাহিনী। প্রাথমিক তদন্তে জানা যায়, ভোলা জেলার এই জেলেরা সমুদ্রে মাছ ধরতে বের হলেও বৈরী আবহাওয়ার কারণে ভুলবশত ভারতীয় জলসীমা অতিক্রম করেন।
স্থানীয় জেলেরা তাদের দেখতে পেয়ে উদ্ধার করে খাবার, পানি ও ওষুধ সরবরাহ করেন এবং পুলিশকে খবর দেন। মেরিন পুলিশ সার্কেল ইন্সপেক্টর পি. প্রসাদ রাও এবং স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ভাষা ও পোশাক দেখে প্রাথমিকভাবে তাদের বাংলাদেশি শনাক্ত করা হয়। স্থানীয় জেলেদের সহায়তায় পুলিশ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে সক্ষম হন।
কলিঙ্গপত্তনম থানায় হস্তান্তরকালে জানা যায়, আটককৃত বাংলাদেশিদের নাম হলো: সজীব (২১), জাহাঙ্গীর (৩৫), সাব্বির (২৫), খোকন (৩২), মাকসুদ (৪০), মালিক (৮০), মো. ফারুক (৫৫), মাকসুদ (৫০), নাসির (৬৫), হেলাল (২৮), ফারুক (৫০), আলম (৪৬) ও শামীম (২১)। তারা সবাই বরিশাল বিভাগের ভোলা জেলার বাসিন্দা।
কলিঙ্গপত্তনম মেরিন সার্কেল ইন্সপেক্টর বি. প্রসাদ রাও জানিয়েছেন, ট্রলারে কারিগরি ত্রুটির কারণে জেলেরা আন্তর্জাতিক সমুদ্র সীমা অতিক্রম করেছিলেন। খাবারের অভাবে তাদের শারীরিক অবস্থাও দুর্বল হয়ে পড়েছিল। প্রাথমিকভাবে তাদের নিরাপদে রাখা, খাবার ও ওষুধ সরবরাহ করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...