Logo Logo

উদ্ভোধনের অপেক্ষায় বাকেরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।


Splash Image

অবশেষে আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে নব - নির্মিত বাকেরগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। বাকেরগঞ্জ পৌরসভা সংলগ্ন তুলাতলি নদীর উত্তর পাশে হেলেঞ্চা গ্রামে নব- নির্মিত এই টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। ৬ ডিসেম্বর শনিবার শিক্ষার্থী ভর্তির মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।


বিজ্ঞাপন


উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ রফিকুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত থাকবেন শিক্ষা বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, ভোকেশনাল ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রকৌশলী রেজাউল হক, যুগ্ন সচিব ও প্রকল্প পরিচালক মোঃ শাখাওয়াত হোসেন এবং বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ

২০২৬ শিক্ষাবর্ষে শুধুমাত্র ষষ্ঠ শ্রেণীতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। ভর্তির যোগ্যতা পঞ্চম শ্রেণী অথবা সমমান পাস আসন সংখ্যা ৬০ টি। ছাত্র ছাত্রীর বয়স হবে ১০ থেকে ১৩ বছরের মধ্য। ভর্তি ফরমের মূল্য ১১০ টাকা। সুযোগ সুবিধা কলেজটিতে স্বল্প বেতনে পড়াশোনার সুযোগ এবং সকল ছাত্র-ছাত্রীদের জন্য ১০০% উপ বৃত্তির ব্যবস্থা রয়েছে।

প্রতিষ্ঠানটির চিফ ইন্সট্রাক্টর ( টেক এন্ড সিভিল) ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা জানান, ভর্তির জন্য সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত ৩ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন ফরম সংগ্রহ করা যাবে।

এবং লটারির মাধ্যমে শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৪ ডিসেম্বর। লটারিতে নির্বাচিত ছাত্র-ছাত্রীকে ২৮ ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বরের মধ্যে ভর্তি হতে হবে। বিনামূল্যে বই বিতরণ এবং ক্লাস শুরুর তারিখ পহেলা জানুয়ারি ২০২৬

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন।

অধ্যক্ষ,বাকেরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হেলেঞ্চা তুলাতুলি ব্রিজ সংলগ্ন বাকেরগঞ্জ বরিশাল মোবাইল নম্বর ০১৩৩৭-২৯৯৮৪৫

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...