Logo Logo
খেলা

গম্ভীরের পর এবার শামিকে প্রাণনাশের হুমকি


ভোরের বাণী

Splash Image


বিজ্ঞাপন


কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছিলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। তার সেই সাহসী অবস্থানের পরই হত্যার হুমকি পান তিনি। এবার একই পরিণতির মুখোমুখি হয়েছেন ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি।

শামির নামে একটি ই-মেইল আসে যেখানে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। শুধু তাই নয়, এক কোটি রুপি মুক্তিপণ দাবি করা হয় সেই মেইলে। এই চাঞ্চল্যকর ঘটনায় ভারতের উত্তর প্রদেশের আমরোহা জেলার সাইবার ক্রাইম থানায় ইতোমধ্যে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

শামির ভাই হাসিব এই অভিযোগপত্র দায়ের করেন। তার দাবি অনুযায়ী, ‘রাজপুত সিন্দর’ নামের এক ব্যক্তি শামিকে হত্যার হুমকি দিয়ে ই-মেইলের মাধ্যমে মুক্তিপণের এই অযৌক্তিক দাবি তোলে। ই-মেইলে উল্লেখ করা হয় যে, দাবি পূরণ না হলে শামির প্রাণনাশ অনিবার্য।

ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন। আমরোহার পুলিশ সুপার জানিয়েছেন, এফআইআরের ভিত্তিতে ইন্ডিয়ান পেনাল কোড ২০২৩-এর ৩০৮(৪) ধারা এবং তথ্য প্রযুক্তি আইন ২০০৮-এর ৬৬ডি ও ৬৬ই ধারায় মামলা রুজু করা হয়েছে। দ্রুত অভিযুক্তের সনাক্তকরণ ও গ্রেপ্তারে কাজ শুরু করেছে সাইবার ক্রাইম ইউনিট।

প্রসঙ্গত, চলমান আইপিএলে সানরাইজার্স হায়দারাবাদের হয়ে খেলছেন মোহাম্মদ শামি। এই পর্যন্ত ৯ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন এই অভিজ্ঞ ডানহাতি পেসার। ভারতের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে পারফর্ম করা এই ক্রিকেটার ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।

এখন প্রশ্ন উঠছে—একজন জাতীয় ক্রিকেটারের নিরাপত্তা কতটা নিশ্চিত? খেলোয়াড়দের বিরুদ্ধে এমন হুমকি শুধু ব্যক্তি নয়, দেশের নিরাপত্তাকেও চ্যালেঞ্জ করে। প্রশাসনের কাছে প্রত্যাশা, দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শামি ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

আরও পড়ুন

অমুসলিম ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া কি ইসলামে জায়েয? জেনে নিন স্পষ্ট বিধান
অমুসলিম ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া কি ইসলামে জায়েয? জেনে নিন স্পষ্ট বিধান
কুফরি বা শিরক করে ফেললে করণীয় কী? হতাশ না হয়ে জেনে নিন ইসলামের দিকনির্দেশনা
কুফরি বা শিরক করে ফেললে করণীয় কী? হতাশ না হয়ে জেনে নিন ইসলামের দিকনির্দেশনা