Logo Logo

রাজবাড়ী সদরে যৌথ বাহিনীর হানা: আগ্নেয়াস্ত্র ও চাইনিজ কুড়ালসহ যুবক গ্রেপ্তার


Splash Image

রাজবাড়ীতে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ মোঃ সাগর শেখ (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) মধ্যরাতে সদর উপজেলার কাজীকান্দা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


গ্রেপ্তারকৃত সাগর শেখ রাজবাড়ী সদর উপজেলার কাজীকান্দা গ্রামের খোকন শেখের ছেলে। অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড অ্যামোনিশন (গুলি), একটি চাইনিজ কুড়াল, একটি অবৈধ মোটরসাইকেল এবং বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, সদর উপজেলা এলাকায় জনৈক ব্যক্তির কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে—এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল এই অভিযান শুরু করে। মধ্যরাতে অত্যন্ত সতর্কতার সাথে কাজীকান্দা গ্রামে ঘেরাও দিয়ে সাগরকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজতে থাকা অবৈধ অস্ত্র ও মালামাল জব্দ করা হয়।

এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের দমনে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে রাজবাড়ীতে এই সফল অভিযান পরিচালিত হলো।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং জনমনে স্বস্তি ফেরাতে এই ধরনের বিশেষ ও যৌথ অভিযান রাজবাড়ী জেলাজুড়ে অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...