Logo Logo

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক ও আলোচনা সভা


Splash Image

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন ও অবদান স্মরণে এক শোক সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটরিয়ামে নোবিপ্রবির জাতীয়তাবাদী ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের উদ্যোগে এই সভা আয়োজন করা হয়।

বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও দেশ গঠনে তাঁর অবদানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে তাঁর আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইসমাইল। তিনি বলেন, "বেগম খালেদা জিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় এই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। মূলত তাঁর হাত ধরেই দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সমূহের যাত্রা শুরু হয়। তিনি দেশের অন্যতম শ্রেষ্ঠ সন্তান।" উপাচার্য আরও যোগ করেন, সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে বেগম জিয়ার আদর্শ নতুন প্রজন্ম ধারণ করতে পারলে একটি বৈষম্যহীন ও আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রেজওয়ানুল হক তাঁর বক্তব্যে বেগম জিয়ার চারিত্রিক দৃঢ়তার কথা উল্লেখ করে বলেন, "বেগম খালেদা জিয়া সারা জীবন আত্মসম্মান নিয়ে চলেছেন এবং অন্যায়ের সাথে কখনও আপস করেননি। তাঁর এই আপসহীন মনোভাব তাঁকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।" তিনি সকলকে নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ফখরুল ইসলাম বলেন, "বেগম খালেদা জিয়ার জীবন সংগ্রাম আমরা যদি লালন ও প্রতিপালন করি, তবেই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। তাঁর দেখানো পথ অনুসরণ করেই আমাদের সামনে এগোতে হবে।" তিনি উল্লেখ করেন যে, শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠাই ছিল বেগম জিয়ার অভীষ্ট লক্ষ্য।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হানিফ মুরাদ-এর অংশগ্রহণে অনুষ্ঠিত এই সভায় জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ বক্তব্য রাখেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম, শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. জাহাঙ্গীর সরকার, বিবি খাদিজা হলের প্রভোস্ট অধ্যাপক আবদুল কাইয়ুম মাসুদ এবং উপ-রেজিস্ট্রার মো. ইসমাইল হোসেনসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ আলোচনায় অংশ নেন।

বক্তারা একমত পোষণ করেন যে, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ত্যাগ চির অম্লান হয়ে থাকবে এবং তাঁর আদর্শই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পাথেয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...