Logo Logo

শাবিতে আত্মপ্রকাশ করতে যাচ্ছে "সাস্ট ইন্টারন্যাশনাল রিলেশনস এসোসিয়েশন"


Splash Image

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-শাবিপ্রবিতে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সাস্ট ইন্টারন্যাশনাল রিলেশনস এসোসিয়েশন(আইআরএ) নামে নতুন সংগঠন। শাবিপ্রবির শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষা,স্কলারশিপ, ফেলোশিপ ও বৈশ্বিক ক্যারিয়ার সুযোগের সাথে যুক্ত করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা এ সংগঠন আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করবে ১৬ জানুয়ারি (শুক্রবার) রাতে।


বিজ্ঞাপন


এব্যাপারে সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য শোভন জানান একটি স্বাধীন, স্বায়ত্তশাসিত এবং অরাজনৈতিক সংগঠন হিসেবে শুক্রবার রাতে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করবে আইআরএ।

সংগঠনের অন্য চারজন প্রতিষ্ঠাতা হিসেবে আছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোঃ কাউছার আহমেদ ও ওয়াহিদা বেগম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী সামিহা ইসলাম এবং সাব্বির রহমান আকাশ।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্যরা জানান, "আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের বিশ্বমানের উচ্চশিক্ষা,আন্তর্জাতিক স্কলারশিপ, বৈশ্বিক ফেলোশিপ, ইন্টার্নশিপ, এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং আন্তর্জাতিক ফোরাম ও প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করা। এই উদ্দেশ্যে আমরা আন্তর্জাতিক স্কলারশিপ এবং উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার আয়োজনের পাশাপাশি ইউনিভার্সিটি ফেয়ার আয়োজন এবং IELTS,GRE এবং কমিউনিকেশন স্কিল বিষয়ক কর্মশালার আয়োজন করবো।"

এছাড়াও তারা জানান, " বিভিন্ন ওয়ার্কশপ এবং সেমিনার আয়োজনের পাশাপাশি আমাদের সংগঠনের মাধ্যমে আমরা বিদেশে অধ্যয়নরত প্রাক্তন শিক্ষার্থী, কূটনীতিক ও আন্তর্জাতিক পেশাজীবীদের সঙ্গে নেটওয়ার্কিং সেশন এবং আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণে উৎসাহ প্রাদান করবো। এছাড়াও আমাদের সংগঠন থেকে নিউজলেটার, ব্লগ এবং জ্ঞানভিত্তিক ম্যাগাজিন পাবলিশ করবো। সর্বোপরি আমাদের লক্ষ্য একটাই শাবিপ্রবির শিক্ষার্থীদের বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলা এবং আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্বের জন্য প্রস্তুত করা।

নতুন আত্মপ্রকাশ করা সংগঠনটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যেও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের প্রত্যাশা সাস্ট ইন্টারন্যাশনাল রিলেশনস এসোসিয়েশন তার লক্ষ্য এবং উদ্দেশ্য গুলো বাস্তবায়ন করার মাধ্যমে শিক্ষার্থীদের ভরসার জায়গা হয়ে উঠবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...