Logo Logo

বিমানবন্দর থেকে নিষিদ্ধ ঘোষিত রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন গ্রেফতার


Splash Image

বিদেশে পালিয়ে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. শাহিন শেখকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে কাতার যাওয়ার প্রাক্কালে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শাহিন শেখ গোপনে দেশ ছেড়ে কাতারে পালানোর উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। তবে তার বিরুদ্ধে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা ও গ্রেফতারি পরোয়ানা থাকায় ইমিগ্রেশন পার হওয়ার সময় তাকে শনাক্ত করে ইমিগ্রেশন পুলিশ। পরবর্তীতে তাকে হেফাজতে নেওয়া হয়। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত শাহিন শেখ রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের মৃত সুলতান শেখের ছেলে। ২০২২ সালের মার্চ মাসে তিনি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পান।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টাসহ মোট ৪টি মামলা রয়েছে।

রাজবাড়ী জেলা পুলিশের একটি দল ইতিমধ্যে ঢাকা থেকে তাকে হেফাজতে নিয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। সরকারের পক্ষ থেকে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার পর এটি জেলায় বড় কোনো ছাত্রলীগ নেতার গ্রেফতারের ঘটনা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...