Logo Logo

রাজবাড়ীতে তেলের টাকা না দিয়ে পালানোর সময় গাড়িচাপায় পাম্প কর্মচারী নিহত, গ্রেফতার ২


Splash Image

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে তেলের টাকা না দিয়ে দ্রুত পালানোর সময় গাড়িচাপায় রিপন সাহা (২৯) নামে এক ফিলিং স্টেশন কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


শুক্রবার (১৬ জানুয়ারি) ভোরে ‘করিম ফিলিং স্টেশন’-এ এই ঘটনা ঘটে।

ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনায় পুলিশ জেলা যুবদলের সাবেক সভাপতিসহ দুজনকে গ্রেফতার করেছে।

নিহত রিপন সাহা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চরখানখানাপুর গ্রামের পবিত্র সাহার ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে একটি পাজেরো জিপ গাড়ি ওই পাম্পে তেল নিতে আসে। তেল নেওয়া শেষ হলে টাকা পরিশোধ না করেই চালক দ্রুত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেন। এসময় পাম্প কর্মচারী রিপন সাহা গাড়িটি থামানোর চেষ্টা করলে চালক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়।

এই ঘটনায় অভিযান চালিয়ে রাজবাড়ী জেলা পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন ১. আবুল হোসেন সুজন: তিনি জেলা যুবদলের সাবেক সভাপতি এবং পেশায় একজন ঠিকাদার। তিনি সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড়মুরারীপুর গ্রামের আলী মিয়ার ছেলে। ২. কালাম সরদার: তিনি ওই পাজেরো গাড়ির চালক এবং বানিবহ ইউনিয়নের নিচপাড়া গ্রামের আক্তার সরদারের ছেলে।

রাজবাড়ী সদর থানা পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে গাড়িটি শনাক্ত করে আসামিদের গ্রেফতার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

ফিলিং স্টেশন কর্মচারীর এমন মর্মান্তিক মৃত্যুতে স্থানীয় শ্রমিক ও বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...